চন্দ্রযান-২-এর ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষের খোঁজ নাসাকে প্রথম দেন চেন্নাইয়ের এই ইঞ্জিনিয়ার!


Odd বাংলা ডেস্ক: চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র ৪০০ মিটার দূর থেকেই হারিয়ে গিয়েছিল চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রম। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সঙ্গে যাবতীয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিক্রমের। তারপর থেকে শুরু হয়েছিল জোর জল্পনা। মনে করা হয়েছিল চন্দ্রপৃষ্ঠেই অকেজো হয়ে পড়ে রয়েছে বিক্রম। এরপর এক চন্দ্রদিবস (১৪) বাদে চাঁদের দক্ষিণ মেরুতে ঘনিয়ে আসে রাত। 

সেই ঘটনার পর পেরিয়ে গিয়েছে প্রায় ৩ মাস সময়। এতদিন পর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হল যে, শেষকালে কী পরিণতি হয়েছিল চন্দ্রযান-২-এর ল্যান্ডার বিক্রমের। বিক্রমের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করল মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। নাসার লুনার অরবিটার মহাকাশ থেকে এই ছবি পাঠিয়েছে। প্রসঙ্গত ৭ সেপ্টেম্বরের রাতে চন্দ্রপৃষ্ঠে হার্ড ল্যান্ডিং-এর ফলে ধ্বংস হয়ে যায় ল্যান্ডারটি, অধরাই থেকে যায় ভারতের চন্দ্রযান-২ এর স্বপ্ন। 

চেন্নাইয়ের এক ইঞ্জিনিয়ারই কিন্তু চন্দ্রযান-২-এর ল্যান্ডারের ধ্বংসাবশেষের বিষয়ে নাসাকে সতর্ক করেছেন। ৩৩ বছরের সন্মুগা সুব্র্যমন্যন ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষের ছবি খুঁজে পেয়েছিলেন, এবং তিনিই এটিকে খুঁজে বের করতে বিজ্ঞানীদের সাহায্য করেছেন। একটি বিবৃতিতে নাসা জানিয়েছে, মূল দুর্ঘটনার স্থানের প্রায় ৭৫০ মিটার উত্তর-পশ্চিমে বিক্রমের ধ্বংসাবশেষ প্রথম খুঁজে পেয়েছিলেন সন্মুগা। আসলে নাসা নিজেই যখন ল্যান্ডার বিক্রমের খোঁজ পাচ্ছিল না, তখন ল্যান্ডারকে খুঁজে পাওয়ার আগ্রহ আরও বেড়ে গিয়েছিল তাঁর। তবে তিনি এও জানিয়েছেন যে, এই কাজ খুবই কঠিন ছিল, তবে বহু প্রচেষ্টার পর এই আবিস্কারে তিনি স্বভাবতই খুশি। 

Blogger দ্বারা পরিচালিত.