এক বা দুই নয় এই রাজা ঘর করেন ৬০ জন রানীর সঙ্গে


Odd বাংলা ডেস্ক: অবাক কাণ্ড! এক দুটো নয় এক্কেবারে ৬০ জন স্ত্রী! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। একসঙ্গে ৬০ জন স্ত্রীকে নিয়ে ঘর-সংসার চালান এই ব্যক্তি। শুনে চোখ কপালে উঠলেও ইনি কিন্তু নেহাতই আমার আপনার মতো সাধারণ কোনও মানুষ নন। ইনি হলেন কোন্যাক উপজাতির রাজা। আগেকার দিনের রাজাদের মতই একাধিক রানীদের নিয়েই তাঁর গল্প। এনার রাজত্ব খুবই অল্প সংখ্যক কিছু গ্রাম নিয়ে। যা অবস্থিত মায়ানমার ও ভারতের একেবারে সীমান্তে। সব মিলিয়ে মোট ৭৫ টি গ্রামের রাজা তিনি। যেগুলোর অর্ধেক ভারতে এবং বাকিটা মায়ানমারের মধ্যে পড়ে। তাই তাঁর গ্রামের মানুষজনও ভারত এবং মায়ানমার- দুই দেশের নাগরিকত্বই পান। রাজার বেশিরভাগ ছেলেই মায়ানমার সেনাবাহিনীতে কর্মরত। আর এই ৭৫টি গ্রামে রাজার রাজত্ব চলে। প্রতিটা গ্রামেই রাজার একটি করে স্ত্রী বর্তমান। ৬০ জন স্ত্রীই রাজার দেখভাল করেন এবং তাঁর সুখের চাবিকাঠি। তবে তাঁরা শুধু রাজার খেয়াল রাখেন তা নয়, রাজাও নিজের রানীদের যথেষ্ট খেয়াল রাখেন।
Blogger দ্বারা পরিচালিত.