পশু-পাখী-মাছের চোখ দিয়ে এই পৃথিবীকে দেখতে পারবেন আপনিও, কীভাবে?
Odd বাংলা ডেস্ক: আমাদের চারিপাশে যা- কিছু ঘটে আমরা যে মন পর্যবেক্ষণ করি, তা কিন্তু একইভাবে পর্যবেক্ষণ করে পশু-পাখীরাও। তবে আমরা যেভাবে সবকিছু পর্যবেক্ষণ করি, পশুপ্রাণীরাও কি একইভাবে তা পর্যবেক্ষণ করে? এ প্রশ্ন নিশ্চয় আপনারও মনে জাগে?
ক্যুইন্সল্যান্ড বিস্ববিদ্যালয়ের বিজ্ঞানী এবং এক্সেটার বিশ্ববিদ্যালয়ের একটি ব্রিটিশ দল একটি অভাবনীয় প্রোগ্রাম তৈরি করেছে, যার সাহায্যে মানুষরা বিভিন্ন প্রাণীর চোখে দেখতে পাবেন গোটা বিশ্ব।
সফটওয়্যারটির ডেভেলপাররা অবশ্য জানিয়েছেন, সফটওয়্যারটি বিনামূল্যে উপলব্ধ, যে-কেউই এটি ব্যবহার করতে পারেন। তাঁরা আরও জানিয়েছেন যে, এই সফটওয়্যারে কোনওভাবেই ইনস্টাগ্রামের মতো ফিল্টার নয়। গবেষকরা আরও জানিয়েছেন, এই ফিল্টার স্মার্টফোনের তোলা চিত্রের সাহায্যে ব্যবহার করা যেতে পারে। আরও জানা গিয়েছে, সফটওয়্যারটির সাহায্যে কীটপতঙ্গ, পাখী এবং মাছেরা কীভাবে আশেপাশের জিনিসগুলি পর্যবেক্ষণ করে তা তুলে ধরা যাবে।
Post a Comment