দাম্পত্য জীবনের আলগা বাঁধনকে মজবুত করতে যৌনতা ছাড়াও মেনে চলুন এই ৫টি টিপস
Odd বাংলা ডেস্ক: অনেকে মনে করেন যে বিয়ে করে হয়তো দাম্পত্ব জীবন সুখের হয়। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারনা। বিয়ে করে দাম্পত্ব জীবন শুরু হয় এবং তারপর শুরু হয় আসল সম্পর্ক। আপনাদের মধ্যে বোঝা পড়া ঠিক কতটা, তার ওপরই নির্ভর করছে আপনাদের বন্ধন। শুধু ভালবাসা আর সে’ক্স দিয়ে তা বোঝানো ও এগিয়ে নিয়ে চলা একেবারেই সম্ভব নয়। তাই এই টিপস গুলি মেনে চলুন…
১। বিশ্বাস ও স্বচ্ছতা- যেকোন সম্পর্কের মূল ভিত্তি হল বিশ্বাস। বিশ্বাসের মাধ্যমে সমস্ত সম্পর্ক আরও মজবুত হয়। বিশ্বাস তখনই আসে যখন সম্পর্কে একে অপরের প্রতি স্বচ্ছতার সৃষ্টি হয়। যেখানে বিশ্বাস ও স্বচ্ছতা দু’টোই থাকবে সেখানে সম্পর্ক সফল ও দীর্ঘস্থায়ী হতে বাধ্য।
২। পরস্পরকে সম্মান ও শ্রদ্ধা করা - বৈবাহিক তথা দাম্পত্য জীবন সুখকর হয়ে ওঠে পরস্পরকে সন্মান ও শ্রদ্ধা দেখানর মাধ্যমে। আপনি বা আপনার স্ত্রী যদি একে অপরকে অসন্মান করেন, গালাগালি দেন, ভালো চোখে না দেখেন, তবে সেই সম্পর্ক কোন ভাবেই টিকবে না।প্রতি একে অপরের মতামত ও ইচ্ছা অনিচ্ছার বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। এতে সম্পর্কে গভীরতা আসে এবং দীর্ঘস্থায়ী হয়।
৩। ভুল বোঝাবুঝির অবসান - যেকোন সম্পর্কে খুনসুটি, ঝগড়া হবে না এটা একদম অস্বাভাবিক। তাতে সামান্য ঝগড়া ভুল বঝাবুঝি থাকবেই। কিন্তু এই ভুল বোঝাবুঝির জন্যে সম্পর্কে চিঁড় ধরে। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে সঙ্গীর সঙ্গে কথা বলে ভুল বোঝাবুঝি দূর করুন। এতে একে অপরের সম্পর্কে শুধু ভালো ধারণাই তৈরি হবে না, বরং সম্পর্কে মধুরতাও আসবে।
৪। সহনশীলতা ও সহানুভূতির মনোভাব - পারস্পরিক সমঝতা এবং একে অপরকে বুঝে সম্পর্ককে আরও অনেক এগিয়ে নিয়ে যাওয়ার মধেই রয়েছে ভালো সুস্থ সম্পর্কের চাবি কাঠি। এক্ষেত্রে মূল হল সহনশীলতা এবং সহানুভুতি, এর অভাবে সম্পর্ক টিকবে না।
৫। সম্পর্কে মধুরতা ধরে রাখা - বৈবাহিক জীবনের চাপে অনেকে মাথা গরম করে ফেলেন, ফলে অশান্তির সৃষ্টি হয়। সম্পর্ক সফল ও দীর্ঘস্থায়ী করতে সম্পর্কে যে কোনো মূল্যে মধুরতা ধরে রাখা জরুরি। এ ক্ষেত্রে মাঝেমাঝে কোথাও বেড়াতে যেতে পারেন।
ডিনারে নিয়ে গেলেন কিংবা তাকে আগের মতোই ভালোবাসার কথা বলতে পারেন, ছোটখাটো বিষয়ে তার প্রশংসা করেও সম্পর্কে মধুরতা ফিরিয়ে আনতে পারেন। তবেই সম্পর্ক সফল ও দীর্ঘস্থায়ী হবে।
Post a Comment