বছরের শেষে কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন


Odd বাংলা ডেস্ক: কেমন আবহাওয়া থাকবে বছরের শেষ দিনটাতে? হাওয়া অফিস জানাচ্ছে বছরের শেষ দিনটা ঠান্ডাকে সঙ্গী করেই শেষ হবে। সেইসঙ্গে বছরের প্রথম দিন থেকেই তাপমাত্রার পারদ বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। তবে বুধবার অর্থাৎ নতুন বছরের সূচনায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানা গিয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে আরও জানানো হয়েছে, একটি পশ্চিমী ঝঞ্ঝার অবস্থানের কারণে এইরকম আবহাওয়া বিরাজ করছে। তবে বুধবার থেকে আকাশ ফের মেঘলা থাকতে পারে। যদিও রাতের দিকের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমই রয়েছে, সেইসঙ্গে মেঘলা আকাশ থাকলে তাপমাত্রা যে আরও খানিকটা কম হবে সেকথা বলাই যায়। তবে আগামী ২ এবং ৩ জানুয়ারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Blogger দ্বারা পরিচালিত.