সন্তান বা তার বাবা-মা'র জন্ম ১৯৮৭-র আগে হলে, সে ভারতীয় নাগরিক, ব্যাখ্যা সরকারের উচ্চপদস্থ কর্মীর


Odd বাংলা ডেস্ক: নাগরিকত্ব (সংশোধনী) বিল এবং জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে যখন দেশজুড়ে চলছে বিতর্ক ও প্রতিবাদের ঝড়, তখন একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাতকারে জানিয়েছেন, যে ব্যক্তি ১৯৮৭ সালের আগে জন্মগ্রহণ করেছেন, বা যাঁদের বাবা-মা ১৯৮৭ সালের আগে জন্মেছে তাঁরা প্রাকৃতিকরণের মাধ্য ভারতের নাগরিক। 

ওই কর্মকর্তা আরও স্পষ্ট করে জানিয়ে দেন যে, নাগরিকত্ব আইনের ২০০৪ সংশোধনী অনুসারে, অসমের লোকজন বাদে ভারতের জনগণ, যাদের বাবা অথমা মা ভারতীয়, তাঁরা অবৈধ অভিবাসী নয়, এবং তাঁরাও ভারতীয় নাগরিক। সারা দেশে জুড়ে যখন নাগরিকত্ব (সংশোধনী) আইন এবং জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে এত বিতর্ক চলছে তখন তারই মাঝে নাগরিকত্ব নিয়ে এরূপ ব্যখ্যা দিলেন ওই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। এই নিয়ম অসম ছাড়া ভারতের যেকোনও দেশের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে ভারতের নাগরিকদের সনাক্তকরণের কাট-অফ সাল হল ১৯৭১। 
Blogger দ্বারা পরিচালিত.