অলৌকিক! এই হনুমান মন্দিরের সামনে এসে আপনা থেকেই গতি কমে যায় ট্রেনের!
Odd বাংলা ডেস্ক: ভারতের কোণায় কোণায় লুকিয়ে রয়েছে রহস্য। ভারতের বুকে এমন সমস্ত জায়গা রয়েছে, যেখানকার নানারকম ঘটনার কথা শুনলে অলৌকিক বলে মনে হতে পারে। বা এমনকিছু রয়েছে যা শুনলে রীতিমতো চমক লাগে। তেমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে রয়েছে মধ্যপ্রদেশ।
মধ্যপ্রদেশের শাজাপুর জেলার বোলেই গ্রামে রয়েছে এক হনুমানজীর মন্দির, যা 'শ্রী সিদ্ধবীর খেদপতি হনুমান মন্দির' নামেই বহুল পরিচিত। এই মন্দিরের সংলগ্ন এলাকায় রয়েছে রেললাইন। প্রচলিত রয়েছে এই হনুমান মন্দিরের পাশ দিয়ে যখন ট্রেন যায়, তখন আপনা থেকেই নাকি ট্রেনের গতিবেগ অনেকটা কমে যায়।
প্রাথমিকভাবে গোটা বিষয়টি আপনার গল্পকথা বলে মনে হলেও কিন্তু এটাই সত্যি। আর বহুবার নাকি তার প্রমাণও পাওয়া গিয়েছে। এমনই স্থানীয় মানুষরা এও জানিয়েছেন যে, এই মন্দির অতিক্রম করার সময়ে ট্রেনগুলি থামেও না, বরং তার গতি নাকি অনেকটাই কমে যায়। এমনকী এই মন্দিরের এক পুরোহিত জানান যে, এই মন্দির অতিক্রম করার সময়ে নাকি লোকো পাইলটরা অনুভব করেন যে, কেউ যেন তাদের বলছে মন্দিরের সামনে এলে ট্রেনের গতি যেন কমিয়ে দেওয়া হয়। কোনও ট্রেন চালক যদি ট্রেনের গতি না নিয়ন্ত্রণ করেন, তাহলে নাকি আপনা থেকেই ট্রেনের গতিবেগ কমে যায়।
প্রায় ৬০০ বছরের পুরনো এই হনুমান মন্দিরটি হল মধ্যপ্রদেশের এই এলাকার অন্যতম দর্শণীয় স্থান। বিরাট হনুমান মূর্তির বাম পাশে একটি গণেশের মূর্তিও রয়েছে। স্থানীয় মানুষের বিশ্বাস এই দুই দেবতার উপস্থিতিতে এই এলাকা পবিত্র এবং সৌভাগ্যের অধিকারী। এমনও বিশ্বাস করা হয় যে, এই মন্দিরে সাধারণ মানুষের যে-কোনও মনস্কামনাই পূরণ হয়। শুধু তাই নয়, সাধারণ মানুষ এই মন্দিরে পুজো দিয়ে নাকি ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনার ইঙ্গিত পান।
Post a Comment