বিচার ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা? হায়দরাবাদের মতো উন্নাও নির্যাতিতার অপরাধীদের এনকাউন্টার চায় নেটিজেনরা


Odd বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের উন্নাও-এ অগ্নিদদ্ধ নির্যাতিতার মৃত্যু হয়েছে। প্রায় ৪৩ ঘণ্টা লড়াইয়ের পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই নির্যাতিতার। জানা গিয়েছে শরীরের প্রায় ৯০ শতাংশই পুড়ে গিয়েছিল তাঁর। আর এই ঘটনায় ফের সরব নেটিজেনরা। উত্তরপ্রদেশ পুলিশের কাছে তাদের দাবি হায়দরাবাদের মতো করেই যেন অপরাধীদের এনকাউন্টার করা হয়। 

মার্চ মাসে ধর্ষণ করা হয় উন্নাও-এর ওই নির্যাতিতাকে। এরপর অপরাধীকে ধরতে পারলেও সম্প্রতি জামিন পেয়ে যায় অভিযুক্তরা। এদিন রায়বরেলির একটি আদালতে মামলার শুনানি শুনতে যাওয়ার দিন, তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। অগ্নিদগ্ধ অবস্থায় ছুটতে ছুটতে তিনি নিজেই পুলিশকে খবর দেন। অবশেষে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে হার হল উন্নাওয়ের নির্যাতিতার। 

হায়দরাবাদের পশু চিকিৎসককে গণধর্ষণ এবং পুড়িয়ে খুন করার জন্য তার অভিযুক্তকে এনকাউন্টার করেছে হায়দরাবাদ পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, পুলিশের আগ্নেয়াস্ত্র নিয়ে পালানোর জন্য আত্মরক্ষার স্বার্থেই এনকাউন্টার করেছে পুলিশ। একদিকে এই ঘটনায় যখন উৎসবের মেজাজে সারা দেশ তখনই উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যু সকলকে আরও একবার নাড়িয়ে দিয়েছে। নেটিজেনদের দাবি হায়দরাবাদ পুলিশ যে সিদ্ধান্ত নিয়েছে, তার পর কি উত্তরপ্রদেশ পুলিশ তা থেকে কিছু শিক্ষা নেবে? সোশ্যাল মিডিয়ায় 'করো এনকাউন্টার' স্লোগানও তুলেছে নেটিজেনরা। 
Blogger দ্বারা পরিচালিত.