কি দিন এল! আধার কার্ড বন্ধক রেখে ধারে দেওয়া হচ্ছে পেঁয়াজ...!


Odd বাংলা ডেস্ক: এমন দিনও যে আসতে পারে, সেকথা কি কেউ ভেবেছিল। আধার কার্ড বন্ধক রেখে ধার হিসাবে দেওয়া হচ্ছে পেঁয়াজ! পেঁয়াজের আকাশ ছোঁয়া মূল্যের জন্য এক অভিনব প্রতিবাদের পথ খুঁজে বের করেছে সমাজবাদী পার্টির কর্মীরা। বারাণসীর সমাজবাদী পার্টির যুব শাখার কর্মীরা আধার কার্ড বন্ধক রেখে ধারে পেঁয়াজ দিচ্ছে। সম্প্রতি প্রকাশ্যে এল এমনই ঘটনার কথা। 

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে সমাসবাদী পার্টির এক কর্মী জানিয়েছেন, পেঁয়াজের চড়া দামের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তাঁরা আরও জানিয়েছেন, আধার কার্ড এবং রুপোর গয়না বন্ধক রেখে পেঁয়াজ দেওয়া হচ্ছে, কিছু কিছু দোকানে আবার পেঁয়াজ লকারে রেখে দেওয়া হয়েছে! 

শুক্রবার লখনউতে কংগ্রেসের কর্মীরা প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রতিবাদে বিধানসভার বাইরে প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি করার পরে এই ঘটনা প্রকাশ্যে এসেছে। সংবাদ সংস্থাকে কংগ্রেস নেতা শৈলেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, সবজির ক্রমবর্ধমান দাম জনগণকে ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ করেছে। সরকার সাধারণ মানুষের আবেদনে কর্ণ পাত করছে না। প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রীসভা ২০ নভেম্বর বাজারে প্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কথা বিবেচনা করে ১.২ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি অনুমোদন করেছে।  সেইসঙ্গে পেঁয়াজের রফতানি বন্ধ করে দিয়েছে কেন্দ্র। 
Blogger দ্বারা পরিচালিত.