ভেসলিনের ৬টি অজানা ব্যতিক্রমী ব্যবহার, যা জানলে অবাক হবেন
Odd বাংলা ডেস্ক: ত্বকের জন্য ভেসলিন যে কতখানি কার্যকরী ভুমিকা পালন করে তা তো সকলেরই জানা, কিন্তু আজ আপনাদের ভেসলিনের এমন কিছু অন্যান্য গুণের কথা জানাব, যা সম্পর্কে আপনারা আগে কখনওই শোনেননি।
১)চুলের ডগায় খানিকটা ভেসলিন লাগিয়ে নিলে চুলের ডগা ফাটা কমে যায়। তবে সেক্ষেত্রে খুব অল্প পরিমাণে লাহাতে হবে।
২) অনেক সময়েই লিপস্টিক লাগাতে গেলে খানিকটা লিপস্টিক দাঁতে লেগে যায়। তাই লিপস্টিক লাগানোর পর খানিকটা ভেসলিন লাগিয়ে নিন, তাহলে লিপস্টিক আর দাঁতে লাগবেনা।
৩) রাতে ঘুমানোর আগে চোখের পাতায় সামান্য কিছুটা ভ্যাসেলিন লাগিয়ে নিন। কিছুদিন পর দেখবেন চোখের পাতা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে।
৪) গলায়, ঘাড়ে বা হাতে-যেখানেই সাধারণত পারফিউম লাগানো হয় সেখানে খুব সামান্য ভ্যাসেলিন মেখে নিয়ে পারফিউম স্প্রে করলে গন্ধটা অনেকটা দীর্ঘস্থায়ী হয়।
৫) জুতো সেলাই থেকে চন্ডীপঠ সব কাজেই প্রয়োজন ভেসলিন। যেমন ধরুন কোনও হাতের কাছে জুতো পলিশ নেই। জুতোর ওপর সামান্য ভ্যাসেলিন লাগিয়ে জুতো ভাল করে কাপর দিয়ে মুছে নিন। জুতো নতুনের মত ঝকঝক করবে।
৬) অনেকসময়ে বাড়িতে হেয়ার ডাই করার সময় রঙ কপালে- কানে এসব জায়গায় লেগে যায়। এসব জায়গায় যদি আগে থেকে ভেসলিন লাগিয়ে নেন সেই দাগ সহজে তোলাটা আরও সহজ হয়ে যায়।
Post a Comment