সুন্দরী মেয়ে দেখলে পুরুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়


Odd বাংলা ডেস্ক: রাস্তাঘাটে কোনো সুন্দরী মেয়েকে দেখলে অনেকে আছে যাদের ভেতরটা হু হু করে জ্বলে ওঠে যেভাবে সিনেমায় সুন্দরী মেয়ে দেখলে বুকের ভেতরটা উথাল পাথাল করে। এটা বাস্তবে হয়, কারণ বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় অনেকে এ কথা স্বীকার করেছে। তবে এ বিষয়ে এখনই সতর্ক হওয়া উচিত জানিয়েছে স্পেনের একদল গবেষক। তারা দাবি করেছে সুন্দরী মেয়েদের দেখলে ছেলেদের বুকের যে ধুকপুক বেড়ে যায় এটা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে তোলে।

খবর সূত্রে জানা গেছে সম্প্রতি স্পেনের এক বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন যে, শুধুমাত্র সুন্দরী মেয়েদের দেখলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে না এমনকি মানসিক চাপ বেড়ে যায় তুলনামূলকভাবে। তবে অপরিচিত সুন্দরী মহিলাদের দেখলে মানসিক চাপের প্রবণতা বেশি হয়। এই গবেষণা চালিয়েছে তারা দীর্ঘ ৯ বছর এর পরে এমন কথা জানিয়েছেন তারা। একদল গবেষক জানিয়েছেন, সুন্দরী মেয়েদের দেখার ফলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে আবার কখনো কখনো মানসিক চাপও বেড়ে যায়।

সম্প্রতি স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন যে, গত ৯ বছর ধরে ৮০ জন স্বেচ্ছাসেবক পুরুষের ওপর এই গবেষণা চালিয়ে জানা গেছে। তারা লক্ষ্য করেছেন যে, সুন্দরী মেয়েরা কাছে আসার ৫ মিনিটের মধ্যেই ছেলেদের স্পন্দন গতি তুলনামূলকভাবে বেরিয়ে যেতে শুরু করে। এইটুকু সময়ের মধ্যেই পুরুষদের শরীরের মধ্যে করটিসল নামক এক বিশেষ হরমোন নিঃসরণের মাত্রা বেড়ে যায় এর ফলে হৃদযন্ত্রের বড় ক্ষতি আশঙ্কা থাকে। শুধু তাই নয় এর সাথে বিভিন্ন নার্ভের ক্ষতি এবং ডায়াবেটিসের মতো সমস্যা দেখা দিতে পারে। সুতরাং এখন থেকেই সুন্দরী মেয়ে দেখলেই সতর্ক হওয়া উচিত।
Blogger দ্বারা পরিচালিত.