আজকাল আপনার বাড়ির পাশে কি বেশি কাক ডাকছে, জানেন কি, কাক ডাকলে কী হয়


Odd বাংলা ডেস্ক: ইদানীং কি আপনার বাড়ির চারিপাশে কাকের ডাকাডাকি অনেকটা বেড়ে গিয়েছে, বাড়ির আশেপাশে কাকের আনাগোনা কি ইদানিং খুব বেড়ে গিয়েছে, বা যেদিকেই চোখ যায় দিনে দু-একটা কাক ঠিকই চোখে পড়ে যায় আপনার। বিষয়টি এড়িয়ে যাবেন না। বরং, কাক ডাকার সময় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে, কোন সময়ে কাক ডাকছে এবং বাড়ির কোনদিকে বসে ডাকছে। কেন না সময় ও দিকভেদে কাক ডাকার ফলাফলে বিরাট পার্থক্য চোখে পড়ে। 

এক ঝলকে দেখে নিন কোন সময়ে কোন দিকে বসে কাক ডাকলে তার ফল কী হয়- 

১) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সময়ের মধ্যে- 
  • কাক যদি আপনার বাড়ির পূর্ব দিকে বসে ডাকে, তাহলে আপনার মনোস্কামনা পূরণ হবে।
  • কাক যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে বসে ডাকে, তাহলে খুব শীঘ্রই আপনি কোনও সুখবর লাভ করবেন।
  • কাক যদি আপনার বাড়ির উত্তর দিকে বসে ডাকে, তাহলে কোনও শত্রুর শত্রুতা বৃদ্ধি পাবে।
  • কাক যদি আপনার বাড়ির পশ্চিম দিকে বসে ডাকে, তাহলে তাহলে আয় বৃদ্ধির যোগ রয়েছে।


২) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত সময়ের মধ্যে-  
  • কাক যদি আপনার বাড়ির পূর্ব দিকে বসে ডাকে, তাহলে আপনি শীঘ্রই কোনও শুভ সংবাদ লাভ করবেন।
  • কাক যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে বসে ডাকে, তাহলে আপনার যাবতীয় দুঃখ-দুর্দশা দূর হবে।
  • কাক যদি আপনার বাড়ির উত্তর দিকে বসে ডাকে, তাহলে আপনার অজান্তেই কেউ আপনার কোনও ক্ষতি করার চেষ্টা করছে।
  • কাক যদি আপনার বাড়ির পশ্চিম দিকে বসে ডাকে, তাহলে আর্থিক শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে।


৩) বেলা ১২টার পর থেকে দুপুর ৩টে পর্যন্ত সময়ের মধ্যে-  
  • কাক যদি আপনার বাড়ির পূর্ব দিকে বসে ডাকে, তাহলে শত্রুরা গোপনে আপনার ক্ষতির চেষ্টা করবে। 
  • কাক যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে বসে ডাকে, তাহলে পারিবারিক বিবাদের সম্ভাবনা থাকবে।
  • কাক যদি আপনার বাড়ির উত্তর দিকে বসে ডাকে, তাহলে পুত্র সন্তান জন্ম নেবে। 
  • কাক যদি আপনার বাড়ির পশ্চিম দিকে বসে ডাকে, তাহলে ধন-সম্পত্তি লাভ করবেন। 


৪) দুপুর ৩টের পর থেকে সন্ধে ৬টা পর্যন্ত সময়ের মধ্যে- 
  • কাক যদি আপনার বাড়ির পূর্ব দিকে বসে ডাকে, তাহলে কারওর কাছ থেকে উপহার সামগ্রী লাভ করবেন।  
  • কাক যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে বসে ডাকে, তাহলে কোনও শুভ সংবাদ লাভ করবেন।
  • কাক যদি আপনার বাড়ির উত্তর দিকে বসে ডাকে, তাহলে কোনও খারাপ সংবাদ লাভ করবেন।
  • কাক যদি আপনার বাড়ির পশ্চিম দিকে বসে ডাকে, তাহলে কারওর কাছ থেকে উপহার সামগ্রী লাভ করবেন।


তাছাড়াও- 
  • কাক যদি কোনও দামী পাথর ঠোঁটে করে এনে আপনার সামনে ফেলে- তাহলে রাজার সমান সুখ লাভ হয়।
  • কাক যদি ঠোঁটে করে মাছ ধরে এনে আপনার সামনে ফেলে তাহলে অর্থলাভের যোগ থাকে।
  • কাক যদি বাড়ির চারিপাশে ঘোরাফেরা করে, তবে বাড়িতে আত্মীয়-স্বজন আসার যোগ আছে। 
  • কাক যদি নিজের ছায়াতে ঠোকরায় তাহলে মৃত্যুর আশঙ্কা থাকে কিংবা ভয়ঙ্কর কোনও ক্ষয়ক্ষতি ইঙ্গিত দেয়। 
Blogger দ্বারা পরিচালিত.