কে এই সিংহম পুলিশ অফিসার? যিনি ধর্ষণে অভিযুক্ত চারজনকে এনকাউন্টার করলেন
Odd বাংলা ডেস্ক: সারাদেশের যখন ঘুম ভাঙলো তখন ৪ ধর্ষকের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে তদন্তের জন্য ঘটনার পুনর্নির্মাণ করার কাজ করছিল পুলিশ। তখনই চার ধর্ষককে নিয়ে যাওয়া হয় এনএইচ ৪৪-এ, যেখানে গত সপ্তাহের বুধবার তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে আগুনে পুড়িয়ে খুন করে তারা। চলছিল তদন্ত, জেরা। এ সময়ে হঠাৎই চার ধর্ষক পালাতে যায় বলে দাবি করেছে পুলিশ। তখনই চালাতে হয় গুলি। আর সেখানেই নাকি ৪ ধর্ষক এনকাউন্টারে মারা যায়। যদিও সারা দেশ ব্যাপারটাকে সিনেমার মতো করেই ভাবছে। পুলিশ এটাকে এনকাউন্টার বললেও সারাদেশ সোশ্যাল মিডিয়াতে বলছে পুলিশ আসলে নিজের সঠিক কাজ করেছে। যদি এটা সাজানো এনকাউন্টার হয় তাহলে মানুষ বেশি খুশি হবেন। অন্তত এমন কথার দেখা মিলছে ফেসবুক থেকে ট্যুইটারে।
ঠিক যেন সিনেমার স্ক্রিপ্ট। এই ভিসি সাজ্জানার হলেন সাইবারাবাদ পুলিশ সুপার। এবং তিনি নাকি একজন এনকাউন্টার স্পেশালিস্ট। ১৯৯৬ সালের আইপিএস ব্যাচের অফিসার এই ভিসি সাজ্জানার। ২০০৮ সালেও ঠিক এই ভাবেই শাস্তি দিয়েছিলেন আরও কিছু ঘটনায়। স্বপ্নিকা নামের এক মেয়ের মুখে অ্যাসিড ছুঁড়ে মারা হয় ওয়ারনাঙ্গাল এলাকায়। তখন ওই এলাকাতে কমিশনার ছিলেন এই সাজ্জানার। সেবারও ৩জনকে এনকাউন্টার করেন তিনি। সাজ্জানারকে এই মূহুর্তে দেশ একজন হিরো হিসেবেই দেখছে। যদিও কিছু বুদ্ধিজীবি ঘটনার নিন্দা করেছেন। তাদের মতে দেশে আইন-আদালত আছে। কিন্তু সারাদেশে যেন অঘোষিত খুশির হাওয়া।
Post a Comment