ডোপের দায়ে ৪ বছরের জন্য অলিম্পিক্স-সহ আন্তর্জাতিক প্রতিযোগীতা থেকে নির্বাসিত করা হল রাশিয়াকে!


Odd বাংলা ডেস্ক: বিশ্ব ডেপ বিরোধী সংস্থা (WADA)-র তরফে আগামী চার বছরের জন্য রাশিয়াকে সমস্ত রকমের আন্তর্জাতিক প্রতিযোগীতা থেকে নির্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলস্বরূপ ২০২০-র টোকিও অলিম্পিক, ইউরো কাপ-সহ ২০২২-এর শীতকালীন অলিম্পিক্সেও অংশ নিতে পারবে না রাশিয়া। 

প্রসঙ্গত, ২০১৬ সালে রাশিয়ার সোচিতে শীতকালীন অলিম্পিক্সে ডোপিং-এর মতো মারাত্মক অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে। এদিনের এক বৈঠকে ওয়র্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির তরফে জানানো হয়েছে যে, রাষ্ট্রের মদতেই যেভাবে রাশিয়ার অ্যাথলিটদের ডোপ করানো হয়েছিল, তা রুখতে দেশের ক্রীড়া মন্ত্রকের তরফে কোনও পদক্ষেপই গ্রহণ করা হয়নি। শুধু তাই নয়, সে রাষ্ট্রের বিরুদ্ধে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, যেখানে অভিযোগ করা হয়েছে, ডোপিং লুকোনোর জন্য ওয়ার্ল্ড অ্যান্টি ডোপ এজেন্সিকে ল্যাবরেটরির ভুল তথ্য পাঠানো হয়েছিল। সব দিক বিচার বিবেচনা করে সর্বসম্মতভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছে WADA। 
Blogger দ্বারা পরিচালিত.