গরু পাচারকারীদের নিষ্ঠুরতা, ব্রহ্মপুত্রের ১২টি চরে ভেসে উঠল শতাধিক মৃত গরু
Odd বাংলা ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাকারবারিদের নিষ্ঠুরতার শিকার হয়ে ব্রহ্মপুত্র নদে মারা গেছে শতাধিক পাচার হওয়া গরু। মৃত এসব গরু কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রারপুর ইউনিয়ের বিভিন্ন ডুবো চরে এসে লেগে আছে। শুধু একটি বা দুটি চর নয়, নদের বুকে জেগে ওঠা ১০ থেকে ১২টি চরে মরা গরু ভেসে আসার অমানবিক দৃশ্য দেখা যাচ্ছে।
গরু চোরাকারবারিরা ব্রহ্মপুত্র নদের প্রবেশ মুখে ভারতের কালাইয়ে উজান থেকে কলা গাছ অথবা খড়ের ভেলার সাথে ৮-১০টি করে গরুর পা বেঁধে রাতে ভাসিয়ে দেয়। রাতের অন্ধকার এবং ঘন কুয়াশায় দুদেশের সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে এসব গরু প্রবেশ করে বাংলাদেশের অভ্যন্তরে। পরে বাংলাদেশের চোরাকারবারিরা গরুগুলো উদ্ধার করে নিলেও অনেকগুলো দৃষ্টির আড়ালে চলে গিয়ে জলে ডুবে ও অতিরিক্ত ঠাণ্ডায় মারা পড়ে। এসব মৃত গরু আটকে পড়ছে ব্রহ্মপুত্রর বিভিন্ন ডুবো চরে। এধিকে এই ঘটনায় সেই সব চরে বসবাসকারীরা পড়েছেন সমস্যায়। পঁচা গন্ধে বসবাসকারীদের থাকতে অসুবিধা হচ্ছে।
Post a Comment