পাওয়া গেল ১২০ মিলিয়ন বছর আগেকার ডায়নোসরের জীবাশ্ম, কঙ্কালের গায়ে লেগে পালক
Odd বাংলা ডেস্ক: ডায়নোসর পাখি! প্রাগৈতিহাসিক যুগের এক অনন্য নিদর্শনের হদিশ পাওয়া গিয়েছে চিনে। সম্প্রতি চিনে উদ্ধার করা হয়েছে 'ডান্সিং ড্রাগন' নামে একধরণের প্রাণীর জীবাশ্ম। প্রাণীটি আদতে পাখির একটি বিবর্তিত রূপ বলেই মনে করা হচ্ছে কারণ এর জীবাশ্মে পালকও পাওয়া গিয়েছে।
একটি আন্তর্জাতিক সংবাদমাদ্যমে বলা হয়েছে, এই জীবাশ্মটি দুই পা বিশিষ্ট ক্রিটেশিয়াস পিরিয়ডের ডায়নোসর, যার আকৃতি একটি কাকের থেকে সামান্য বড়। আর সবথেকে মজার বিষয়টি হল জীবাশ্মটি প্রায় এক দশক আগে চিনের জেহোলে এক কৃষকের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল। কিন্তু এতদিন পর্যন্ত এটি নিয়ে কোনও পরীক্ষা-নিরিক্ষা বা কোনও গবেষণা হয়নি।
জীবাশ্মের মধ্যে কঙ্কালের পাশাপাশি নরম টিস্যুযুক্ত পালকও অন্তর্ভূক্ত রয়েছে। বিশেষজ্ঞদের কথায়, নমুনাটির শরীরের পা ও লেজের অবস্থান স্পষ্ট। লেজটি দীর্ঘ হাড়যুক্ত এবং তাতে দুটি সুদীর্ঘ পালকও ছিল, যা অনেকটা প্রাপ্ত বয়স্ক পাখির বলেই মনে করা হচ্ছে।
Post a Comment