১৯ বছরেই বিশ্বজয়! বিহারের সুইটি পেলেন বর্ষসেরা আন্তর্জাতিক তরুণ খেলোয়াড়ের খেতাব
Odd বাংলা ডেস্ক: ব্যতিক্রমী প্রতিভা কোনওদিনও লুকিয়ে রাখা যায় না, ঠিক যেমন বিহারের সুইটি কুমারী। এর আগে এশিয়া মহাদেশের দ্রুততম খেলোয়াড় হিসাবে ভোট পেয়েছিলেন সুইটি। আর এবার তাঁর মুকুটে যোগ হল একটি নতুন পালক। তবে এবার রাগবীর মাঠে।
প্রাথমিকভাবে স্প্রিন্টার (sprinter) হিসাবে শুরু করেন সুইটি। এরপর তাঁর এক কোচের পরামর্শ মেনেই রাগবী খেলা শুরু করেন সুইটি। ভারতের হয়ে খেলা শুরু করার মাত্র এক বছরের মধ্যেই নিজের অসাধারণ ক্ষমতাবলে রাগবী ওয়েবসাইট স্ক্রামক্যুইনস প্রদত্ত বর্ষসেরা আন্তর্জাতিক তরুণ খেলোয়াড়ের পুরস্কারটি জিতে নিতে চলেছেন সুইটি।
সুইটি বিশ্বাস করেন, স্পাইক পরে খেলার মাঠে প্রবেশ করেন তখন মাটি থেকে খানিকটা উপরেই অবস্থান করেন তিনি। বর্তমানে ভারতীয় ইউনিটের জন্য সুইটি দেশের অন্যতম দ্রুততম খেলোয়াড় হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর সতীর্থরা তাঁকে 'স্কোরিং মেশিন' নামে ডাকেন। বিহারের নওয়াদা গ্রামে যেখানে সুইটি তাঁর পরিবারের সঙ্গে থাকেন সেখানে ১১.৮৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়োন সুইটি।
Post a Comment