নিয়ন্ত্রণ রেখায় তীব্র তুষার ধস, উদ্ধার হল প্রায় ২০০ সৈনিক


Odd বাংলা ডেস্ক: তীব্র তুষারপাত জম্মু ও কাশ্মীরে। উত্তর কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর গুরেজ সেক্টরের কাছে খানজালওয়ান এলাকা থেকে প্রায় ২০০-রও বেশি ভারতীয় সেনাকে উদ্ধার করা হয়েছে বলে খবর। 

গত ৪৮ ঘণ্টা ধরে উত্তর কাশ্মীরের গুড়েজ, বান্দিপুর, নওগাঁও এবং বারামুলা সেক্টরে যেখানে সেনাবাহিনি মোতায়েন করা হয়েছিল। সেখানে ভারি তুষারপাত হয়েছে। আর সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫৭ ডিগ্রি। গত ৪৮ ঘন্টার মধ্যে ৩২টিরও বেশি তুষার স্লাইড সেনা পোস্টের পড়েছে বলা জানা গিয়েছে। সতর্কতার সঙ্গে খননকার্য চালিয়ে অসংখ্য লোকের জীবন ও সম্পদের ক্ষতিগ্রস্থ হওয়ার হাত থেকে রক্ষা করেছে। 

তাংধর সেক্টরে এবং গুলমার্গ সেক্টরে স্নো স্লাইডের নিচে আটকে থাকা সৈন্যদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নওগাঁও সেক্টরে স্নো স্লাইডে ক্ষতিগ্রস্থ চার বিএসএফ সদস্যকে উদ্ধার করা গেলেও তাঁদের মধ্যে একজন প্রচন্ড ঠান্ডায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে খবর। 

এছাড়াও বহু সৈন্য অসুস্থ হয়ে পড়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা স্থিতিশীল আর কিছুজন এখনও সংজ্ঞা হারিয়েছেন। তাদের দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা চলছে। 
Blogger দ্বারা পরিচালিত.