সরস্বতী পুজো ২৯ না ৩০ জানুয়ারি, তৈরি হয়েছে ধন্দ, জেনে নিন পঞ্জিকা কী বলছে
Odd বাংলা ডেস্ক: ইংরেজি নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় উৎসবের দিন গোনা। পৌষ পার্বণের পর বছরের সবচেয়ে বড় উৎসব হল বিদ্যার দেবী আরাধনা অর্থাৎ সরস্বতী পুজো।
বাঙালির ভ্যালেন্টাইনস ডে হিসাবে পরিচিত সরস্বতী পুজো নিয়ে ছাত্র-ছাত্রীরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। মেয়েরা শাড়িতে এবং ছেলেরা পাজামা-পাঞ্জাবীতে একসঙ্গে বাগদেবীর পায়ে পুস্পাঞ্জলি দেয়। তবে এবছর যে বিষয়টি নিয়ে চর্চায় মেতে রয়েছেন ছাত্র থেকে শিক্ষক সকলেই, তা হল এবছর সরস্বতী পুজো হবে কোন দিন। ২৯ জানুয়ারি নাকি ৩০ জানুয়ারি।
তাহলে আপনাদের জানিয়ে রাখি, ২০২০ সালে সরস্বতী পুজো ৩০ জানুয়ারি। তবে শ্রীপঞ্চমী তিথি লেগে যাচ্ছে ২৯ জানুয়ারি। তবে পঞ্জিকা অনুসারে সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে ১৫ মাঘ অর্থাৎ ৩০ জানুয়ারি।
Post a Comment