'ঐশ্বর্য রাই বচ্চন আমার মা', দাবি অন্ধ্রপ্রদেশের এক যুবকের
Odd বাংলা ডেস্ক: সম্প্রতি অনুরাধা পড়োয়ালকে নিয়ে কম জলঘোলা হয়নি। এক মধ্যবয়সী মহিলা দাবি করেছিলেন যে তিনি অনুরাধা পড়োয়ালের মেয়ে। যদিও সেই দাবি হেলায় উড়িয়ে দিয়েছিলেন গায়িকা। তবে এবার একইরকম ঘটনা ঘটল অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে।
অন্ধ্রপ্রদেশের ৩২ বছর বয়সী এক যুবক বিশ্বসুন্দরীকে নিজের মা বলে দাবি করেছে বলে খবর। যুবকের নাম সঙ্গীত কুমার। ওই যুবকের দাবি তাঁকে আইভিএফ পদ্ধতিতে জন্ম দেওয়া হয়েছে। ১৯৮৮ সালে লন্ডনে তাঁকে আইভিএফ পদ্ধতিতে জন্ম দিয়েছেন ঐশ্বর্য রাই।
এরপর ঐশ্বর্যের মা বৃন্দা রাই এবং বাবা কৃষ্ণরাজ রাই ২ বছর বয়স পর্যন্ত সঙ্গীত কুমারের যত্নও নিয়েছিলেন! এরপর তাঁর ‘বায়োলজিক্যাল ফাদার’ তাঁকে বিশাখাপত্তনমে নিয়ে চলে যান।
সঙ্গীতের দাবি, দীর্ঘদিন তাঁর পরিবার তাঁর কাছ থেকে বিষয়টি গোপন রেখেছিল। সম্প্রতি তিনি সবকিছু জানতে পারেন। তবে এবার তিনি তাঁর মা ঐশ্বর্যের সঙ্গেই বাকিটা জীবন কাটাতে চান বলে জানিয়েছেন!
Post a Comment