যারা তাঁকে ধর্ষণ করেছিল তাদের গুলি করে মারে ফুলন দেবী, বেহমাই কাণ্ডের রায় হবে আজ
Odd বাংলা ডেস্ক: 1981 সালে ফুলন দেবী বেহমাই গ্রামের 20 জন ঠাকুরকে গুলি করে হত্যা করেছিলেন ৷ এই ২০ জন ছিল ফুলনের গণধর্ষক ও তার সাক্ষীরা। কীভাবে উচ্চজাতির লোকের হাতে গণধর্ষিতা হয়েছিলেন ডাকাতরাণী ও পরবর্তী পর্যায়ে রাজনীতিবিদ হয়ে যাওয়া ফুলদেবী তা অত্যন্ত কষ্টদায়ক ৷ তার চোখ বাঁধা ছিল ৷ এক হাত থেকে অন্য হাতে তাকে পাস করে দেওয়া হচ্ছিল ৷ সেই শরীররে বুভুক্ষুরা ছিঁড়ে খেয়েছিল সেদিন তার শরীর ৷ দলিতদের তৈরি ডাকাত দল নিয়ে এই ঠাকুরদেরই নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল ফুলন দেবী ও তার দল ৷
সেই বেহমিয়া ম্যাসাকারের ঘটনার রায়দান সম্ভবত শনিবারই হবে ৷ ফুলন দেবী লালা রাম ও শ্রীরাম এই দুই ডাকাতও তাকে গর্ধর্ষণ করেছিল ৷ এরা উচ্চবর্ণের ডাকাত দলের সর্দার ছিল ৷ ১৯৮১ সালের ১৪ ফেব্রুয়ারি এই ঘটনা ছিল ৷ এই মামলার ৩৯ বছর বাদে গত ৬ জানুয়ারি রায় হওয়াপ রথা থাকলেও তা পিছিয়ে যায় ৷ এই মামলার মূল অভিযুক্ত ফুলদেবী সহ মোট ২৮ জন , যার মধ্যে ১৭ জন ইতিমধ্যেই মৃত ৷ এই ঘটনার দু'বছর পর ফুলনদেবী ১৯৮৩ সালে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন ৷ তারপর মধ্যপ্রদেশের গোয়ালিয়র ও জব্বলপুরের জেলে ১১ বছর কাটানোর পর ১৯৯৬সালে নির্বাচনে লড়েন ও জয়ী হন। কিন্ত ২০০১ সালে তাঁকে গুলি করে হত্যা করা হয় ৷
Post a Comment