৫ বছর বয়সেই গিনেস বিশ্ব রেকর্ড গড়ল হায়দরাবাদের এই খুদে


Odd বাংলা ডেস্ক: যাকে বলে ছোট প্যাকেটে বড় ধামাকা। বয়ম সাত্র ৫ বছর। আর এই পাঁচ বছর বয়সেই টানা এক ঘণ্টা না থেমে ফুল কনট্যাক্ট হাঁটুর স্ট্রাইকের জন্য গিনেস বিশ্বরেকর্ডে নাম তুলেছেন আশমান তানেজা। 

হায়দরাবাদের ছোট্ট আশমান খুব অল্প বয়স থেকেই একজন তায়কোন্ড প্লেয়ার এবং একাধার একজন অ্যাথলিটও বটে। সে ইউএসএ ওয়র্ল্ড ওপেনে তায়কোন্ড রৌপ্যপদক জয় করেছেন। আর এখন গিনেস ওয়র্ল্ড রেকর্ডে নাম তুলে সকলকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। 

টানা এক ঘণ্টা ঘরে না থেমে ফুল কনট্যাক্ট হাঁটুর স্ট্রাইকের জন্য জন্য গিনেস ওয়র্ল্ড রেকর্ডের প্রচেষ্টায় ছিল আশমান। তাঁর ১২০০-টিরও বেশি স্ট্রাইক সফল হয়েছে। আশমানের বাবা আশিষ তানেজা জানিয়েছেন, তাঁর ছেলে বিশ্ব রেকর্ডের জন্য প্রচুর অনুশীলন করেছে। নিজের দিদির দ্বারা অনুপ্রাণিত হয়ে খুব অল্প বয়সেই অনুশীলন শুরু করে দেয়। 

আশমানের দিদিও কিন্তু গিনেস রেকর্ডের অধিকারী। আশমানের কথায়, তাঁর দিদি দুটি গিনেস রেকর্ডের অধিকারী। দিদিই তার অনুপ্রেরণা, দিদিকে দেখেই তারও ইচ্ছা হয় রেকর্ড গড়ার। দিদিকেই নিজের শিক্ষক বলে মানে আশমান।
Blogger দ্বারা পরিচালিত.