প্রজাতন্ত্র দিবসের সকালে গড়িয়াহাট মোড়ে হাতে হাত ধরে CAA-এর প্রতিবাদে সাধারণ মানুষ
Odd বাংলা ডেস্ক: প্রজাতন্দ্র দিবসের প্রাক্কালে আর একবার প্রতিবাদমুখী হয়ে উঠল কলকাতা শহরবাসী। সারা দেশ যখন প্রজাতন্ত্র দিবসের আনন্দ উদযাপনে ব্যস্ত তখন খাস কলকাতা শহরের প্রাণকেন্দ্র গড়িয়াহাট-এর মোড়ে ধরা পড়ল একেবারে এক অন্য ছবি।
শহরের জনগণ এদিন হাতে হাতে ধরে সমবেত হয়েছিলেন সংশোধনী নাগরিকত্ব আইনের প্রতিবাদে। এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ যে ছবি ধরা পড়েছিল OddBangla.com-এর ক্যামেরায় তা অনেকটাই এইরকম। সারিবদ্ধ হয়ে হাতে হাত ধরে শহরের সাধারণ নাগরিকরা নেমে পড়েছিলেন রাস্তায়। সংশোধনী নাগরিকত্ব আইনের প্রতিবাদ করাই ছিল এই জমায়েত-এর একমাত্র লক্ষ্য।
Post a Comment