নতুন বছরে বধ হোক 'প্লাস্টিকাসুর', অভিনব উদ্যোগ নিল কোচি
Odd বাংলা ডেস্ক: প্লাস্টিকের ক্রমবর্ধমান ব্যবহারের ফলে বাড়ছে বিপদ আর এই বিপদের জেরেই ধ্বংসের প্রমাদ গুণছে বিশ্ববাসী। আর এবার সেই প্লাস্টিকের ব্যবহার রোধে মানুষের মনে সচেতনতা বাড়াতে এক অসাধারণ শিল্পকর্মের সাহায্যে তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন বিজ্ঞান চলচ্চিত্র নির্মাতা কে কে আজিজকুমার এবং সঙ্গীতশিল্পী বিজু টমাজ ফোর্ড কোটি সমুদ্র তীরে গড়ে তুলেছেন ১,২০০ ফেলে দেওয়া পিইটি (পলিইথিলিন টেরেফাথলেট) প্লাস্টিকের বোতল দিয়ে ২৫ ফুট উচ্চ একটি ভাস্কর্য।
Kerala: As part of a campaign against the use of plastic, a structure depicting ‘a trapped man in a plastic bottle' has been set up in Kochi. pic.twitter.com/eWLIvyLds5— ANI (@ANI) December 31, 2019
প্রতিটি বোতলই ১লিটারের। ভাস্কর্যটির মধ্যে একবারে ৬ জন মানুষ ঢুকতে পারেন। বোতল দিয়ে তৈরি বোতলের আকারের ভাস্কর্য্যটির ভেতরে আয়না বসানো হয়েছে। এটি অনেকটা ফাঁদের মতো। বো তলের ভেতরে ঢুকে আটকেও পড়া যায়। তবে প্লাস্টিকের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে মানুষ নিজেই যে ফাঁদ তৈরি করছে আর তার জেরে যে কি দম বন্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, তাই ফুটিয়ে তোলা হয়েছে এর মাধ্যমে।
সেইসহ্গে জনগণকে আকৃষ্ট করতে আয়োজন করা হয় সেলফি প্রতিযোগীতার। বোতলের ভেতরে দাঁড়িয়ে সেলফি তুলে প্লাস্টিক বিরোধী ক্যাপশান লিখতে হবে। সেরার ক্যাপশন-সহ ছবিটি পাবে পুরস্কার।
Post a Comment