অক্সফোর্ড অভিধানের নতুন সংস্করণে স্থান পেল 'আধার', 'হরতাল', 'ডাব্বা'


Odd বাংলা ডেস্ক: অক্সফোর্ড অভিধানের সর্বশেষ সংস্করণে ২৬টি নতুন 'ইংরেজি' শব্দ অন্তর্ভূক্ত করা হয়েছে। যার মধ্যে স্থান পেয়েছে আধার, চাওল, ডাব্বা, হরতাল এবং শাদি। তবে এই শব্দগুলির একটিও অবশ্য ইংরেজি শব্দ নয়। তবে বহুগিন ধরে ব্যবহারের ফলে এগুলি ইংরেজি শব্দের মতোই প্রচলিত হয়ে আসছে। 

শুক্রবার অক্সফোর্ড অভিধানের দশম সংস্করণ প্রকাশিত হয়, যেখানে এযাবত মোট ৩৮৪টি ভারতীয় ইংরেজি(প্রচলিত) শব্দ অন্তর্ভুক্তি ঘটেছে। এছাড়াও ফেক নিউজ, মাইক্রোপ্লাস্টিক, চাটবোট-এর মতো শব্দেরও অন্তর্ভুক্তি ঘটেছে অক্সফোর্ড অভিধানে। 

অভিধান যে বিষয়টির ওপর বিশেষভাবে দৃষ্টি নিক্ষেপ করেছে, তা হল ভাষার পরিবর্তন। কয়েক বছর ধরে যেসব ভারতীয় শব্দ বিপুল জনপ্রিয়তা পেয়েছে, সেইসব শব্দকে বেছে এই নয়া সংস্করণে তার অন্তর্ভুক্তি করা হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.