প্রাক্তন স্ত্রী রিনা দত্তকে লুকিয়ে বিয়ে করেছিলেন আমির, বিয়েতে খরচ হয়েছিল ১০ টাকা!
Odd বাংলা ডেস্ক: বলিউডে সেলিব্রিটি বিয়ে সর্বদাই চর্চিত একটি বিষয়। কার সঙ্গে কার বিয়ে হল এর থেকেও বেশি আগ্রহ জন্মায় কোন সেলিব্রিটি কাপল বিয়েতে কত টাকা খরচ করল সেই বিষয়ে। সাম্প্রতিককালে দীপিকা-রণবীর, নিক-প্রিয়ঙ্কা, অনুষ্কা-বিরাট জুটির বিয়ে রীতি মতো শোরগোল ফেলে দিয়েছিল। কিন্তু ১৯৮৬ সালে আমির খান গোপনে বিয়ে করেছিলেন রিনা দত্তকে। আর তাতে নাকি তাঁর ১০ টাকারও কম খরচ হয়েছিল!
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে আমির খান বলেছিলেন, তিনি বাড়ি থেকে ২১১ নম্বর বাস ধরে বান্দ্রায় গিয়ে চুপি চুপি বিয়ে সেরিছিলেন রিনা দত্তকে। আমির জানান সেইসময় বাসের ভাড়ি ছিল ৫০ পয়সা। বান্দ্রা ওয়েস্টে বাস থেকে নামার পর হেঁটে হাইওয়ের দিকে গিয়েছিলেন। হাইওয়ে পেরিয়ে সেই সেই বাড়িতে পৌঁছান যেখানে বিয়ের আয়োজন ছিল। সাক্ষী ছিলেন তাঁর তিনজন বন্ধু। এইভাবেই প্রথম বিয়ে মাত্র ১০ টাকার মধ্যেই সেরে ফেলেছিলেন আমির।
আমিরের এই বিয়ের কথা জানতেন না তাঁর মা'ও। কিন্তু কেন নিজের মাকেও বিয়ের কথা জানাননি আমির। এই প্রশ্ন করা হলে আমির বলেছিলেন, কোনও দিন তাঁর বায়োপিক নির্মিত হলে সেখানে তিনি বলবেন যে, কেন তাঁর মাকে তিনি বিয়ের কথা জানাননি। রিনা দত্তের সঙ্গে আমিরের গোপন বিয়ের সাক্ষী ছিলেন আমিরের বিশেষ বন্ধু সত্যজিত ভাটকল এবং তাঁর স্ত্রী স্বাতী ভাটকল। এই ভাটকল দম্পতির সঙ্গে আমির খান পরবর্তীকালে জনপ্রিয় টেলিভিশন শো সত্যমেব জয়তে-এ সঞ্চালনা করেছিলেন।
তাঁদের দীর্ঘ ১৬ বছরের বিবাহিত জীবন শেষ হয় ২০০২ সালে। কিন্তু বিবাহ বিচ্ছেদের পরেও আমির-রিনার যোগাযোগ ছিল। তাঁরা আজও একে অপরের প্রতি আগের মতোই শ্রদ্ধাশীল। একথা নিজেই স্বীকার করেন আমির।
Post a Comment