এবার আর ২০ নয়, ২৪ সপ্তাহতেও করা যাবে গর্ভপাত, নয়া সংশোধনী আনতে চলেছে কেন্দ্র
Odd বাংলা ডেস্ক: আইন অনুসারে এতদিন ২০ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করানোর নিয়ম ছিল। তবে এবার গর্ভপাতের উর্ধসীমা বাড়িয়ে ২৪ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার গর্ভপাত সংক্রান্ত নিয়মে বিরাট পরিবর্তন নিয়ে এল মোদীর মন্ত্রীসভা। প্রায় পঞ্চাশ বছরের পুরনো আইন সংশোধন করে নয়া আইন আনার পথে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার।
এবার থেকে গর্ভপাতের উর্ধসীমা বাড়িয়ে ২৪ সপ্তাহ করে দেওয়া হল, যার জেরে এবার থেকে বিশেষ পরিস্থিতিতে গর্ভধারণের ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের সিদ্ধান্ত নিতে পারে প্রসূতি মা। প্রসঙ্গত, গর্ভাবস্থায় বিভিন্ন পারিপার্শিক এবং শারীরিক পরিস্থিতির কারণে বহু মহিলাই গর্ভরপাতের সিদ্ধান্ত নিতে বাধ্য হন। সংশোধিত খসড়ায় এই বিষয়টির উপরে আলোকপাত করে জানানো হয়েছে, ধর্ষিতা নাবালিকাদের ক্ষেত্রে সমস্যাটা অনেকটাই বেশি। কারণ অনেক সময়ে গর্ভধারণের পাঁচ মাস পর্যন্ত তাঁরা বুঝতেই পারে না যে তারা গর্ভবতী হয়ে পড়েছে।
১৯৭১ সালের মেডিকেল টার্মিনেশন অব প্রেগনেন্সি অ্যাক্ট অনুসারে, ২০ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের অনুমতী দেওয়া হয়েছে। আর এবার সেই আইনেই সংশোধনী নিয়ে আসতে চলেছে মোদী সরকার।
Post a Comment