বেনারসে হার এবিভিপির, জেএনইউ কাণ্ডের জেরেই কি এই অবস্থা?


Odd বাংলা ডেস্ক: বেনারসের সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে চারটি গুরুত্বপূর্ণ পদেই নির্বাচিত হলেন কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর প্রার্থীরা। ছাত্র সংসদ নির্বাচনের ফলে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের সভাপতি পদে এনএসইউআইয়ের শিবম শুক্লা বিপুল ব্যাবধানে জিতেছেন। শিবম যেখানে ৭০৯টি ভোট পেয়েছেন, সেখানে এবিভিপি পেয়েছে মাত্র ২২৪টি ভোট। সহ-সভাপতি পদেও বড় ব্যবধানে এনএসইউআই-এর চন্দন কুমার মিশ্র জিতেছেন। সাধারণ সম্পাদক পদে অবশ্য জোর লড়াই হয়েছে এনসুই-এবিভিপির। এখানে এনএসইউআই প্রার্থী অবিনাশ পাণ্ডে পেয়েছেন ৪৮৭টি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী গৌরব দুবে পেয়েছেন ৪২৪ ভোট। লাইব্রেরিয়ান পদে জিতেছেন এনএসইউ-এর অজয় কুমার মিশ্র।
Blogger দ্বারা পরিচালিত.