ব্যাডমিন্টন কোর্ট ছেড়ে রাজনীতির ময়দানে সাইনা, যোগ দিলেন বিজেপি-তে


Odd বাংলা ডেস্ক: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অলিম্পিক্সে পদকজয়ী ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়াল এবার নামলেন রাজনীতির ময়দানে। বুধবার গেরুয়া শিবিরে নাম লেখালেন সাইনা। 

সাইনার কথায় এটি সত্যি তাঁর জন্য একটা বড় দিন। 'আমি সর্বদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো পরিশ্রমী মানুষকে প্রশংসা করি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি বিজেপির কাছে কৃতজ্ঞ। নতুন দায়িত্ব কাঁধে নেওয়ার অপেক্ষায় রয়েছি।' সাইনা নেওয়ালের বড় বোন চন্দ্রাংশুও বিজেপি দলে যোগ দিয়েছে। 

পার্টির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং সাইনাকে বিজেপিতে অভিষেক করালেন। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছিলেন সাইনা। কমনওয়েলথ গেমসে তার হাত ধরে স্বর্ণপদকও এসেছে। ২৯ বছরের সাইনা এখনও পর্যন্ত ২৪ বড় আন্তর্জাতিক খেতাব জিতেছেন। ক্রীড়া জগতে তাঁর আসামান্য কৃতিত্বের কথা বলে অরুণ সিংহ বলেন সাইনার জন্য ভারত অত্যন্ত গর্বিত। 
Blogger দ্বারা পরিচালিত.