বন্যপ্রাণীদের জন্য কঠিন ২০১৯, এক বছরে প্রাণ হারিয়েছে ১১২টি বাঘ ও ৪৯১টি চিতা!...
Odd বাংলা ডেস্ক: ২০১৯ সালটা ভারতবর্ষ এবং সারা বিশ্বের বন্যপ্রাণীদের জন্য একটি কঠিন সময় ছিল। বিশেষত ভারতবর্ষে বাঘেদের জন্য ২০১৯ সাল ছিল খুবই খারাপ। সাম্প্রতিক বন্যপ্রাণ রিপোর্ট বলছে, ভারতবর্ষে ১১২টি বাঘ এবং ৪৯১টি চিতাবাঘের মৃত্যুর ঘটনা ঘটেছে। আই এইসব মৃত্যুর ঘটনা ঘটেছে চোরাশিকার এবং নানারকম দুর্ঘটনার কারণে।
ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটি অব ইন্ডিয়ার রি পোর্ট বলছে, গত ২ বছরে প্রায় ৯৯১টি চিতাবাঘ প্রাণ হারিয়েছে! সেইসঙ্গে ২০১৯-'১৯ সালে চোরাশিকার এবং দ্রুত শহরায়ণের কারণে বিভিন্ন দুর্ঘটনায় ২১৬টি বাঘ মারা গিয়েছে।
মধ্যপ্রদেশে ২৯টি এবং মহারাষ্ট্রে ২২ টি বাঘের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, দিনে দিনে বাঘেদের আবাসস্থল যতই সংকুচিত হয়েছে ততই তাদের মৃত্যুর সংখ্যা বেড়েছে। ২০১৯ সালে একাধিক জনবহুল এলাকায় বাঘ এবং চিতাবাঘকে পিটিয়ে মারার মতো ঘটনারও অভিযোগ উঠেছে। পাশাপাশি গত বছর ভারতের বহু ঘন বনাঞ্চল হারিয়ে গিয়েছে।
বৃক্ষচ্ছেদনের মতো একাধিক ঘটনা বন্যপ্রাণ এবং বন্যপ্রাণীদের সুরক্ষিত রাখার ক্ষেত্রে উদ্বেগ বাড়িয়েছে। আশা করা হচ্ছে ২০২০ সালে কর্তৃপক্ষ বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়ে বিশেষভাবে নজর দেবে।
Post a Comment