একদিকে CAA জট, তার মাঝেই পদ্মশ্রী পুরস্কার পেলেন পাকিস্তানি গায়ক আদনান সামি
Odd বাংলা ডেস্ক: ভারতের অন্যতম সম্মানজনক ‘পদ্মশ্রী’ পদক পেয়েছেন সংগীতশিল্পী আদনান সামি। ‘পদ্মশ্রী’ পদকের তালিকায় আদনান সামির নাম অনেকে মেনে নিতে পারছেন না। কেউ কেউ ভীষণ চটেছেন।
মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে, কংগ্রেসের মুখপাত্র জয়বীর শেরগিলও আদনানকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন। জয়বীর শেরগিল বলেন, ‘‘সরকারের চামচাগিরি’ করার কারণে পদ্ম সম্মান পাচ্ছেন আদনান।’’ রাজ ঠাকরে টুইটে লিখেছেন—‘আদনান প্রকৃত ভারতীয় নন। তাকে কেন পদ্মশ্রী দেওয়া হবে? আদনানের জন্ম এদেশে না, তাই আদনানকে পদ্ম সম্মান দেওয়ার ঘোর বিরোধিতা করছি।’
‘পদ্মশ্রী’ পুরস্কার নিয়ে যখন বিতর্কে তুঙ্গে ঠিক তখন মুখ খুললেন আদনান সামি। টুইটবার্তায় এসবের জবাবে আদনান সামি লিখেছেন—‘আপনারা আপনাদের মগজ কি ক্লিয়ারেন্স সেল বা সেকেন্ড হ্যান্ড দোকান থেকে কিনেছেন? বাবা-মায়ের কোনো কাজের জন্য কি সন্তানকে দায়ী বা শাস্তি দেয়? আপনারা কি আইনজীবী? আপনি কি ল-স্কুল থেকে এসব শিখেছেন?’
এবারই প্রথম নয়, আদনান সামির ভারতীয় নাগরিকত্ব নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ভারতীয় রাজনৈতিক অঙ্গনেও এ প্রশ্ন দেখা দেয়। সম্প্রতি সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে বলিউডের প্রবীণ অভিনেতা রাজা মুরাদ বলেন, ‘আদনান তো ভারতীয় মুসলিম নন, তাকে কীভাবে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হলো?’
Post a Comment