'চিনের মুসলিমদের ওপর অত্যাচারের সাজা দিচ্ছে আল্লাহ', করোনা ভাইরাস নিয়ে চিনকে খোঁচা মৌলবির
Odd বাংলা ডেস্ক: করোনা ভাইরাস হল আল্লাহ-এর অভিশাপ- এমনটাই আলটপকা মন্তব্য করে বসলেন বিতর্কিত মুসলিম ধর্মগুরু ইলিয়াস শরাফউদ্দিন। তাঁর দাবি, চিনে বসবাসকারী মুসলিমদের ওপর বর্বরোচিত অত্যাচার করার জন্যই চিনবাসীদের শাস্তি দিয়েছে আল্লাহ এবং তার ফলেই সারা দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে।
ইতিমধ্যে চিনে প্রায় মহামারির আকার ধারণ করেছে করোনা ভাইরাস। প্রতিদিন লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আর এই পরিস্থিতিতেই আল্লাহর শাস্তি বলে দাবি করলেন ইলিয়াস শরাফউদ্দিন। ইলিয়াস এদিন আরও বলেন, 'মনে রাখবেন তারা কীভাবে মুসলমানদের হুমকি দিয়েছিল এবং দু'কোটি মুসলমানের জীবন ধ্বংস করার চেষ্টা করেছে। মুসলমানদের মদ্যপান করতে বাধ্য করা হয়েছিল, তাদের মসজিদগুলি ধ্বংস করা হয়েছিল এবং তাদের পবিত্র গ্রন্থ পুড়িয়ে দেওয়া হয়েছিল। তারা ভেবেছিল যে কেউ তাদের চ্যালেঞ্জ করতে পারবে না, তবে আল্লাহ তাদেরকে সবচেয়ে কঠিন শাস্তি দিয়েছেন।'
ইলিয়াস আরও বলেন, 'রোমান, পার্সিয়ান এবং রাশিয়ানদের কথা স্মরণ করুন যারা অহংকার করেছিল এবং ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তাদের সবাই ধ্বংস করেছিল আল্লাহ। চিনের কমিউনিস্ট সরকার উইঘুর মুসলিমদের ওপর যে অকথ্য অত্যাচার চালিয়েছে তার ফলস্বরূপ আজ সেখানে এই কঠিন পরিস্থিতি বলে দাবি করেন ইলিয়াস।
Post a Comment