৪০ দিন ধরে ৭১,০০০ টুথপিক দিয়ে সুবিশাল পতাকা তৈরি করেছেন এই স্কুল শিক্ষক!


Odd বাংলা ডেস্ক: ভারতের ৭১ তম প্রজাতন্ত্র দিবসকে স্মরণে রেখে অমৃতসরের এক স্কুল শিক্ষকের কাণ্ডে চমকে গিয়েছেন নেটিজেনরা। স্কুল শিক্ষক বলিজিন্দর সিং প্রায় ৭১,০০০ টুথপিক দিয়ে বানিয়েছেন সুদীর্ঘ একটি জাতীয় পতাকা। 
টানা ৪০ দিনের প্রচেষ্টায় তৈরি হয়েছে টুথপিকের তৈরি এই জাতীয় পতাকা। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে ওই স্কুল শিক্ষক জানিয়েছেন, বহুদিন ধরেই তিনি ভাবছিলেন এমন কিছু একটা করবেন আগে কেউ কখনও করেননি। তারপরই টুথপিক দিয়ে জাতীয় পতাকা তৈরির পরিকল্পনা আসে তাঁর মাথায়। তিনি চেয়েছিলেন টুথপিক দিয়ে তৈরি সবচেয়ে বড় পতাকা বানাতে। আর সেই কারণেই ৪০ দিন সময় নিতে একটু একটু করে তিনি এই পতাকাটি বানিয়েছেন। 

তিনি আরও বলেন যে, জেলায় জেলায় বিভিন্ন স্তরে আজ প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষ্যে তিনি তাঁর তৈরি পতাকা প্রদর্শন করতে চান। শিক্ষকের এমন অসাধারণ ভাবনা এবং শৈল্পিক সত্তাকে অভিবাদন জানিয়েছে নেটিজেনরা। 
Blogger দ্বারা পরিচালিত.