অস্ট্রেলিয়ায় দাবানল: খাবার নেই, হেলিকপ্টার থেকে ফেলা হচ্ছে গাজর-মিষ্টি আলু


Odd বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ায় দাবানলে প্রাণ গেছে কয়েক কোটি বন্যপ্রাণীর। আগুন থেকে বাঁচতে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে প্রাণীরা। খাবারের অভাবে মৃত্যুর দোরগোড়ায় আরও কয়েক কোটি বন্যপ্রাণী। এই পরিস্থিতি সামাল দিতে বন্যপ্রাণী বিভাগের কর্মীরা। ক্ষুধার্ত প্রাণীদের বাঁচাতে সম্প্রতি হেলিকপ্টার থেকে প্রচুর গাজর ও মিষ্টি আলু ছুড়ে ফেলা হয়েছে। দেশটির ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস এই উদ্যোগ নেয়। ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস'র শক্তি ও পরিবেশ মন্ত্রী ম্যাট কিন হেলিকপ্টার থেকে সবজি ফেলার ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, পশুদের জন্য হেলিকপ্টার থেকে প্রচুর পরিমাণ সবজি ফেলা হচ্ছে। সেই সবজি খাচ্ছে প্রাণীরা।

সংবাদমাধ্যম ‘নাইন নিউজ সিডনি’ তাদের টুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি হেলিকপ্টারে প্রচুর গাজর তোলা হচ্ছে। তারপর সেই গাজর জঙ্গলের উপর গিয়ে ছড়িয়ে দেয়া হচ্ছে। ভিডিওতে কয়েকটি স্টিল ছবিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি ছোট ক্যাঙ্গারু সেই গাজর খাচ্ছে।

সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সরকার এখন পর্যন্ত প্রায় ২২০০ কেজি সবজি পৌঁছে দিয়েছে এভাবে। এই সবজির মধ্যে গাজর ছাড়াও রয়েছে মিষ্টি আলু। এগুলো ছড়িয়ে দেয়া হয়েছে, ক্যাপারট্রি এবং উলগান উপত্যকায়। এছাড়া ইয়েঙ্গো ন্যাশনাল পার্ক, দ্য ক্যাঙ্গারু ভ্যালিসহ দাবানল আক্রান্ত বিভিন্ন এলাকায়।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়া দাবানলে পুড়ছে। এই ভয়াবহতা দেশটির জন্য নতুন। এই আগুনে কত যে প্রাণী মারা গেছে তার সঠিক সংখ্যা জানা না গেলেও সে সংখ্যা যে কয়েক কোটি পর্যন্ত হয়ে যেতে পারে সে ইঙ্গিত ইতিমধ্যে পাওয়া গেছে।
Blogger দ্বারা পরিচালিত.