২০০১-এর সংসদ হামলায় যোগ থাকতে পারে দেবিন্দর সিং-এর, আফজল গুরুর চিঠি ঘিরে জল্পনা


Odd বাংলা ডেস্ক: শনিবার জম্মু ও কাশ্মীরের ডেপুটি পুলিশ সুপার দেবিন্দর সিংকে তিন হিজবুল মুজাহিদিন জঙ্গির সঙ্গে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অনুমান তার সঙ্গে সন্তাসবাদীদের সখ্যতা রয়েছে। তবে পুলিশের তরফে আরও সন্দেহ যে, ২০০১ সালের সংসদ হামলার সময়ে এই পুলিশ অফিসার যোগ থাকতে পারে। আর সেই বিষয়েই শুরু হয়েছে জোরদার তদন্ত। তদন্তের ভার দেওয়া হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে। 

সংসদ হামলায় দেবিন্দর সিং-এর যুক্ত থাকার বিষয়টি সত্যি কি না এই বিষয়ে, জম্মু ও কাশ্মীরের পুলিশ সুপার দিলবাগ সিং জানিয়েছেন, গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ এই নিয়ে কোনও কিছু জানা গেলে তা প্রকাশ্যে আনা হবে। যদিও ইতিমধ্যে সংসদ হামলার একাধিক অভিযোগ রয়েচে তার বিরুদ্ধে। সূত্রের খবর, ২০০১ সালে সংসদে হামলার সময়ে আফজল গুরু দিল্লিতে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন দেবিন্দর সিং। শুধু তাই নয়, সংসদে আক্রমণকারী সন্ত্রাসবাদীদের অস্ত্র-সস্ত্র দিয়েও সাহায্য করেছিলেন তিনি- এমনটাই অভিযোগ।

বিষয়টি আরও জোরালো হচ্ছে কারণ, ২০১৩ সালে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে সংসদ হামলার মাথা আফজল গুরু সংসদ হামলার সময় এক পুলিশ আধিকারিক তাকে আক্রমণকারীদের সঙ্গে দিল্লি যাওয়ার এবং সেখানে থাকারও ব্যবস্থা করে দিয়েছিলেন। 

দেবিন্দরের গ্রেফতারির পর তার বাড়িতে তল্লাসি চালিয়ে একটি একে রাইফেল এবং ২টি পিস্তল উদ্ধার হয়। এসবের কারণে ২০১৭ সালে পুলওয়ামায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করার জন্য শের-এ-কাশ্মীর-এর পদক প্রদান করা হয়েছিল। জম্মু ও কাশ্মীরের প্রশাসনের তরফে সেই পদক বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। সেবার ৪জন পুলিশ আধিকারিকেক প্রাণ গিয়েছিল, আর তাতে তার কোনও হাত রয়েছে কি না সেই নিয়ে চলছে তদন্ত। 
Blogger দ্বারা পরিচালিত.