এশিয়ার অন্যতম সুন্দর দেখতে এই ফুল আসলে বিষের বাসা!


Odd বাংলা ডেস্ক: আপনি কি আপনার বাড়ির বাগান ব ইন্ডোর প্লান্টের জন্য কিছু অন্যধরনের ফুলের গাছ খুঁজছেন। কিন্তু আপনার বাড়িতে যদি পোষ্য থাকে তাহলে গাছ কেনার আগে একটু সাবধান হওয়া উচিত। কারণ সব ধরণের গাছ কিন্তু আপনার পোষ্যের জন্য ভালো নাও হতে পারে। তাই সঠিক তথ্য না জেনে যদি গাছ কিনে আনের তাহলে তা কিন্তু আপনার পোষ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

এশিয়া মহাদেশে প্রাপ্ত ব্লিডিং হার্ট ফুলটি দেখতে ভারি সুন্দর। ঠিক হার্ট শেপের মাঝখানে যেন এক ফোঁটা রক্তবিন্দু। দর্শনধারী হলেও এই ফুলটি কিন্তু ভীষণরকম বিষাক্ত। ব্লিডিং হার্ট ফুলের গাছে রয়েছে প্রচুর পরিমাণে আল্কালয়েড (alkaloids) এবং আইসোকুইনোলাইন (isoquinoline)রয়েছে, যা খুবই ক্ষতিকর। ব্লিডিং হার্ট গাছের পাতা এবং শিকড় কেবল আপনার পোষ্যই নয় আপনারও স্বাস্থ্যের পক্ষে চরম ক্ষতিকারক। 

কী কীভাবে ক্ষতি করতে পারে ব্লিডিং হার্ট?-
১) শরীরে শিহরণ বা কম্পন সৃষ্টি করা
২) শ্বাসযন্ত্রের পীড়া
৩) হৃদযন্ত্রের ক্ষতি
৪) চর্মরোগ বা এক্সিমা
Blogger দ্বারা পরিচালিত.