ভূমিকম্প সামলাবে বাঁশের বাড়ি
Odd বাংলা ডেস্ক: প্রাকৃতিক বিপর্যয়ের পর মানুষের পুনর্বাসন একটা বড় চ্যালেঞ্জ। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পপ্রবণ এলাকায় বাঁশের তৈরি চিরায়ত বাড়ি-ঘরের উদ্যোগ স্থানীয়দের নিরাপদ আবাসন ও পেশাগত সুবিধা সৃষ্টি করছে।
আর্কিটেক্টস উইদাউট বর্ডার্স সংগঠনের সদস্য রোব্বানি এ রোমিস বলেন, হালকা ও নমনীয় উপকরণ হিসেবে বাঁশ বেছে নেয়া হয়েছে।
ভূমিকম্পের মতো বিপর্যয় সামলানোর ক্ষমতা বাঁশের রয়েছে। বাঁশ ব্যবহারের অন্যান্য পরিবেশগত সুবিধার মধ্যে সীমিত কার্বন নির্গমন, পানি সংরক্ষণও রয়েছে। বাঁশ গাছহীন এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর ফিরিয়ে আনতে পারে, পুরো অঞ্চলের ক্ষতিগ্রস্ত ইকোসিস্টেম পুনরুদ্ধার করতে পারে।
সুলাওয়েসি দ্বীপের কেন্দ্রস্থলে কুলাউই মালভূমি অত্যন্ত বিপর্যয়প্রবণ এলাকা। বন্যা, ধস, ভূমিকম্প সেখানে লেগেই রয়েছে। সম্প্রতি এক শক্তিশালী ভূমিকম্পে জেলার পর্যটন কেন্দ্র পালু সিটি কয়েক সপ্তাহ ধরে বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল।
এ অবস্থায় বোলাপাপু গ্রামে একদল তরুণ বাঁশ দিয়ে বাড়ি নির্মাণ করছে। এএসএফ-আইডির সহযোগিতায় বসবাস ও অর্থনৈতিক কার্যকলাপের জায়গা গড়ে তুলছে। গ্রামের বাসিন্দা মারওয়ান বলেন, আগে কুলাউয়িতে কাঠ ও বাঁশ দিয়ে বাড়ি-ঘর নির্মাণের ঐতিহ্য ছিল। আধুনিক সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষ ইট-পাথর ও কংক্রিট দিয়ে নির্মাণ শুরু করে। কিন্তু ভূমিকম্পের ফলে এসব বাড়ি ভেঙে পড়লে ভারি কাঠামোর নিচে পড়ে অনেকের মৃত্যু হয়।
Post a Comment