অভিনব উদ্যোগ! বিপথগামী সারমেয়দের বিশেষ প্রশিক্ষণ দিয়ে ঢোকানো হবে পুলিশ ফোর্সে


Odd বাংলা ডেস্ক: এক অভিনব উদ্যোগ নিল বেঙ্গালুরু পুলিশ। রাস্তার সারমেয়দের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছেন তাঁরা, যাতে সারমেয়রা পুলিশ ফোর্সে যোগ দিয়ে রাতের বেলা পুলিশ বাহিনির সঙ্গে টহল দিতে পারে এবং থানাগুলিকে পাহাড়া দিতে পারে। বেঙ্গালুরু পুলিশে দক্ষিণ বিভাগের তরফে নেওয়া স্বতন্ত্র এই উদ্যোগে ১৭টি থানা অন্তর্ভুক্ত রয়েছে। 

অভিনব এই উদ্যোগটি ডেপুটি পুলিশ কমিশনার(দক্ষিণ) রোহিনি কাটোক-এর মস্তিষ্কপ্রসূত। তাঁর কথায়, তিনি প্রায়শই দেখতেন যে, প্রায় ৫০ থেকে ৬০টি বিপথগামী সারমেয় থানার আশেপাসে ঘুরে বেড়াত। স্থানীয় লোকেরা তাদের খাবার দেয় এবং যত্নও করে। 

এরপর পুলিশের তরফেই নেওয়া হয় এই বিশেষ উদ্যোগ। এখন অবশ্য তাদের খাওয়ানোর ভার নিয়েছে পুলিশ বিভাগও। এরপর তাঁদের ডগ স্কোয়াডের বিশেষজ্ঞরা প্রাথমিক কিছু প্রশিক্ষণ প্রদান করবে যাতে তারা কিছু প্রাথমিক অর্ডার মেনে চলতে পারে। শুধু তাই নয়, বিদেশি কুরুরদের চেয়ে দেশি সারমেয়দের রক্ষণাবেক্ষণ খুব সহজ এবং অপেক্ষাকৃতভাবে কম ব্যয়সাপেক্ষও। 
Blogger দ্বারা পরিচালিত.