কপিল মুনির আশ্রমেও মমতার নামের ফলক, অথচ হারিয়ে গিয়েছে বিধান রায়ের নাম
Odd বাংলা ডেস্ক: দেওয়ালে কালো পাথরের ফলকে ইংরেজিতে লেখা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সাজে এই মন্দির উদ্বোধন করেছেন। নতুন সাজ মানে, জয়পুরি পাথরে তৈরি বাসুকির ছাতার নীচে নৃসিংহ মুর্তি, পাশে রাধাকৃষ্ণ। পুরনো মূর্তি তিনটি। সিঁদুরলেপা লাল… ভগীরথকে কোলে নিয়ে মকরবাহিনী গঙ্গা, পাশে যোগাসনে-বসা, পইতেধারী, শ্মশ্রুগুম্ফমণ্ডিত কপিল মুনি। আর এক পাশে প্রায় এক রকম দেখতে সগর রাজা।
নব সাজের এই মন্দিরটি ১৯৭৪ সালে তৈরি। কপিল মুনির মন্দির সমুদ্রস্রোতে বারংবার ভেঙেছে, ফের তৈরি হয়েছে। আগে বাঁশের তৈরি অস্থায়ী মন্দির ছিল। সেটি বিনষ্ট হওয়ার পরে ১৯৬১ সালে ২০ হাজার টাকা ব্যয়ে তৈরি হয় ইটের তৈরি, অ্যাসবেস্টসে ছাওয়া ছোট্ট মন্দির। তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় ১১ হাজার টাকা সাহায্য করেছিলেন, কিন্তু প্রস্তুতকারক ‘এস চক্রবর্তী অ্যান্ড কোং’ ছাড়া সে দিন আর কোনও নাম ছিল না। মুখ্যমন্ত্রীরও নয়!
Post a Comment