চন্দ্রানীর হাত ধরে শহরের বুকে এক অন্য ফ্যাশন শোয়ের আয়োজন
Odd বাংলা ডেস্ক: বিয়ে মুরশমে সবাই ব্যস্ত,ঠিক যখন সবাই ভাবছে কী পরলে বিয়ে বাড়িতে সবার থেকে আলাদা লাগবে বা বিয়ের কনে কী সাজে সাজলে তাকে অনবদ্য লাগবে।
ঠিক তেমন সময়ই বিখ্যাত ফ্যাশন ডিজাইনার চন্দ্রানী ধামালী-র ব্রাইডাল কালেকশন মুক্তি পেল “রক্ এন্ড ওয়াক” সিজন ৩ এর প্রতিযোগিতার মঞ্চে। চন্দ্রানী ফ্যাশনের এই অনবদ্য প্রয়াসের একমাত্র কারণ “রক্ অ্যান্ড ওয়াক” এর সঙ্গে যুক্ত সানসাইন অটিজম কেয়ার সোসাইটি কে সাহায্য করা।
এই প্রথমবার দেখা গেল কোনো অটিজম স্পেকটার্ম ডিসওর্ডার বাচ্চাদেরকে নিয়ে কলকাতায় মার্জা সরণীতে সবার নজর কেরেছে। প্রিয়া এন্টারটেইনমেন্টের কর্ণধার অরিজিৎ দত্ত থেকে শুরু করে নায়িকা সোলাঙ্কি রয় এবং S & S Institute এর কর্নধার সন্দীপ দত্ত এবং শশী ঝা, চন্দ্রানী কে শুভেচ্ছা জানিয়েছে এই প্রয়াসের জন্য।
চন্দ্রানীর মত এই নতুন প্রয়াস এর আগে কেউ করেনি। তাঁর এই ফ্যাশন শো যে সাধারণ মানুষের মধ্যে অটিস্টিক বাচ্চাদের জন্য ভিন্ন দৃষ্টি তৈরি করবে সেটাই আশা করা হচ্ছে।
Post a Comment