সূর্যকে কাছ থেকে দেখতে কেমন জানেন? নেটদুনিয়া বলল 'বাদাম পাটালি'!
Odd বাংলা ডেস্ক: হাওয়াই বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের বিজ্ঞানীদের একটি দলের অনবদ্য কাজের ফল মিলল অবশেষ। মানবজাতি সূর্যপৃষ্ঠের নিকটবর্তী একটি ছবি দেখার সৌভাগ্য পেয়েছে।
বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখতে পেয়েছেন যে, সূর্যপৃষ্ঠের ওপর ছোট ছোট কোশের মতো অংশ রয়েছে। আর বুদবুদের মতো সোনালী কিছু যেন ক্রমাগত ঘুরে বেড়াচ্ছে এদিক-সেদিক। সেইসঙ্গে এতে সূর্য়ের চৌম্বকীয় পদচিহ্নের ন্যায় কিছু চিহ্ন দৃশ্যমান হয়েছে। পাশাপাশি সূর্যের আলোকমণ্ডল সবচেয়ে কাছ থেকে পর্যবেক্ষণ করা হয়েছে, যেখানে সৌর ঝড়ের উত্থান ঘটে এবং যা পৃথিবীর জীবজগত-সহ সমগ্র সৌরজগতের উপর বিরাট প্রভাব ফলে।
Image Souce- Google |
তবে সূর্যপৃষ্ঠের এই ছবিটি প্রকাশ্যে আসার পর থেকেই উত্তেজিত নেটিজেনরা এর সঙ্গে বাদাম পাটালির সঙ্গে তুলনা করেছেন! আর সেই নিয়েই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
Post a Comment