অফিসে যাতায়াতের সময়কে কাজের সময়ের অন্তর্ভূক্ত করা উচিত, দাবি ৬১ শতাংশ কর্মচারীর


Odd বাংলা ডেস্ক: কর্মক্ষেত্রে আসা-যাওয়ার সময়টা মূল কাজের সময়ের থেকে আরও ৪-৫ ঘণ্টা মতো অতিরিক্ত হয়ে থাকে। যানজট পেরিয়ে নিত্যদিন সঠিক সময়ে অফিসে পৌঁছানো যেন একটা চ্যালেঞ্জ অফিস চাকুরেদের কাছে। সম্প্রতি গ্লোবাল ওয়ার্কস্পেস-এর একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে, ভারতের প্রায় ৬১ শতাংশ অফিস কর্মচারীরা চান অফিসে যাতায়াতের সময়কে অফিসের কাজের সময়ের অন্তর্ভূক্ত করা।  

রিপোর্টে আরও বলা হয়েছে যে, ৮০ শতাংশ ভারতী সংস্থাগুলি কর্মচারীদের আকৃষ্ট করতে এবং তাঁদের ধরে রাখতে নমনীয় কাজের ব্যবস্থা করছেন। তবে ৬১ শতাংশ কর্মচারীরা মনে করেন, তাঁদের  অফিসে যাওয়া-আসার সময়টুকু অফিসের কাজের সময়ের মধ্যে যোগ করা উচিত। 

প্রসঙ্গত, ২০১৫ সালে ইউরোপের শীর্ষ আদালত রায় দিয়েছিল যে, সংস্থাগুলি তাঁর কর্মচারীদের অফিসে আসার জন্য বাড়ি থেকে বোরোনো এবং বাড়ি পৌঁছানোর সময় পর্যন্ত অফিস আওয়ার্স বিচার করা উচিত। 
Blogger দ্বারা পরিচালিত.