মারণ ভাইরাস করোনা, এক লাফে চিনে মৃতের সংখ্যা বেড়ে হল ৮০


Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বের নজর এখন মারণ করোনাভাইরাসের ওপর। চিনে কার্যত এই মহামারির আকার ধারণ করেছে এই ভাইরাস। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সোমবার করোনাভাইরাসের জেরে মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হয়েছে ৮০। 
এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ২৩০০ মানুষ। শুধু চিনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি এই ভাইরাস। চিন ছাড়ও আরও ৫টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। শুধু তাই নয়, এই ভাইরাসের আতঙ্কে ভুগছে ভারতবাসীও। কারণ এই মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে অসংখ্য মানুষ ভারতে ফেরার চেষ্টায় রয়েছে। দেশের বিভিন্ন বিমানবন্দরে তাঁদের প্রাথমিক থার্মাল চেকিং হচ্ছে। 

বিশ্বস্বাস্থ্য সংস্থার ব্যাখ্যা আনুযায়ী করোনা ভাইরাস পশুর দেহ থেকে মানুষের দেহে প্রবেশ করে। প্রাথমিকভাবে চিনের বিষধর সাপ ক্রেইট এবং কোবরাকে এই ভাইরাসের উৎস হিসাবে চিহ্নিত করলেও, বিজ্ঞানী মহলে এই নিয়ে দ্বীমত তৈরি হয়েছে। করোনাভাইরাস বাতাসে মিশে গিয়ে স্তন্যপায়ী প্রাণীর শ্বাসযন্ত্রের ক্ষতি করে। জ্বর-সর্দি-শ্বাসকষ্ট এই ভাইরাস ঘটিত রোগের প্রধান উপসর্গ।
Blogger দ্বারা পরিচালিত.