এটাই কি তবে মানব সভ্যতা শেষ করবে, করোনাভাইরাসের কারণে ২ কোটি মানুষ গৃহবন্দী


Odd বাংলা ডেস্ক: ইতিমধ্যে চিনের উহান-সহ মোট তিনটি শহরের প্রায় দু’কোটি মানুষকে শহর থেকে বেরোতে নিষেধ করা হয়েছে সরকারি তরফে। এমনিতেই এই সপ্তাহে চিনা নববর্ষ উপলক্ষে প্রচুর মানুষ ছুটি কাটাতে এদিক ওদিক যান। কিন্তু এইবার প্রাণঘাতী করোনাভাইরাসের সৌজন্যে লাগাম পরানো হয়েছে সেই আনন্দ উদযাপনেও। ইন্ডাস্ট্রিয়াল এবং ট্রান্সপোর্ট হাব হিসেবে জনপ্রিয় ও জমজমাট শহর উহান এখন কার্যত নিঃশব্দ। বহু গণপরিবহণ বন্ধ করে দেওয়া হয়েছে। এক কোটিরও বেশি সংখ্যক মানুষকে ঘর থেকে বেরোতে বারণ করা হয়েছে। যেন আসন্ন মহামারীর প্রহর গুনছে শহরটি।


উহানের সি-ফুড মার্কেট থেকে এই সংক্রমণ ছড়িয়েছে বলে প্রথম আশঙ্কা করা হয়। গত ৩১ ডিসেম্বর ওই ফউড মার্কেটেই কাজ করা এক ব্যক্তির মধ্যে অজানা সংক্রমণের হদিশ মেলে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। সেই সংক্রমণ ছড়িয়েছিল তাঁর স্ত্রীর মধ্যেও। চিকিৎসকরা বলেছিলেন এই ভাইরাসের সংক্রমণ সার্স ভাইরাসের মতোই, প্রাণঘাতী। তার পর থেকেই মৃত্যুমিছিল শুরু হয়েছে উহান-সহ চিনের নানা প্রান্তে। মঙ্গলবার অবধি এই ভাইরাস-জনিত রোগে চিনে মৃত্যু হয়েছিল ছ’জনের। বুধবার সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় নয়। আজ ১৭। তাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়াতেও এই ভাইরাস সংক্রমণের খবর মিলেছে। প্রায় সব ক্ষেত্রেই দেখা গিয়েছে, আক্রান্তেরা সম্প্রতি চিনের উহান বা অন্যান্য প্রদেশে গিয়েছিলেন।


Blogger দ্বারা পরিচালিত.