আড্ডা, খাওয়া আর গান, একদিন হোক না একটু ক্রশ কানেকশন
Odd বাংলা ডেস্ক: মনের মানুষকে নিয়ে কোথায় সময় কাটাবে? যেখানেই যাচ্ছি সেখানেই তো প্রচন্ড লাল নীল আলো। ভীষন চিৎকার। অনেক মানুষ। দক্ষিণ কলকাতার বুকে বেশির ভাগ ক্যাফেগুলোর এই একই অবস্থা। ছেলে-ছোঁকরাদের চেঁচামেচিতে একটু নিভৃতে সময়ও কাটানো যায় না। আর সেখানেই গোলপার্কের বুকে হাজির এমনই এক নিভৃত ঠিকানা। ক্রশ কানেকশন হতে পারে আপনার জন্য পারফেক্ট আড্ডা দেওয়ার জায়গা। অনেকেই আছেন যাঁরা একটু একাকিত্ব পছন্দ করেন কিংবা খাওয়া-দাওয়ার সঙ্গে গান-বাজনা। ক্রশ কানেকশন সেই দিক থেকে একেবারে এগিয়ে। বেশ আলো আঁধারি এর অন্দরমহল। সময় কাটাতে যেমন ভালো লাগবে, তেমনই গল্প করেও দিব্যি লাগবে বেশ। আর একটা জিনিস আছে বাড়তি পাওনা। রবিবার করে এখানে থাকে মিউজিকাল ইভেন্টস। এই যেমন আগামী ১৯শে জানুয়ারি রবীন্দ্র সংগীত ও লোকসঙ্গীতের একটি অনুষ্ঠান রয়েছে।
কীভাবে যাবেন: গোলপার্ক পেট্রোল পাম্পের পাশেই রয়েছে পূর্ণদাস রোড। সেই পূর্ণদাস রোড ধরে একটু এগিয়ে প্রথম বাঁদিকেই গলি ধরে এগিয়ে এলে দেখতে পাবেন ক্রশ কানেকশন। অথবা সাউদার্ন এভিনিউ এভিনিউ দিয়ে এলে কেয়াতলা রোডে ঢুকেই ডান দিকের প্রথম গলিতেই ক্রশ কানেকশন ক্যাফে।
Post a Comment