মুরগি বলে কাকের মাংস, গোটা এলাকা জুড়েই হোটেলে বিক্রি


Odd বাংলা ডেস্ক: মুরগীর মাংসের নামে কাক বিক্রির কারবার বহুদিন ধরেই করে আসছিল ওই দুই ব্যবসায়ী ৷ সন্দেহটা হয় এক ব্যক্তির, যখন পূর্বপুরুষের স্মরণের কথা বলে দুই ব্যক্তি খাবার খাওয়াচ্ছিল কাকদের ৷ এরপরই এক এক করে অসংখ্য কাক মরতে শুরু করে ৷ সন্দেহ হওয়াতে গোটা বিষয়টি পুলিশকে জানায় ওই প্রত্যক্ষদর্শী ৷ এরপর সত্যি দেখা যায়, খাবারের মধ্যে বিষ মেশানো ছিল ৷ এবং মরা কাকগুলিকেই এরপর চিকেনের নাম করে বিক্রি করছিল অভিযুক্তরা ৷ রাস্তার ধারের বিভিন্ন খাবারের দোকানে ওই কাকের মাংস তারা বিক্রি করত বলে জানা গিয়েছে ৷

ঘটনাটি ঘটেছে তামিলনাডুর রামেশ্বরমে। ২ ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে প্রায় ১৫০টি মৃত কাক মিলেছে। ঘটনায় কার্যত আতঙ্কে বসবাস করছেন এই এলাকার মানুষ। কারন তাদের সবারই মনে হচ্ছে যে কাকের মাংস তারা এতদিন খেয়ে এসেছেন। এদিকে এই ঘটনার পর খাদ্য দফতরের তরফে এখন তল্লাশি অভিযান চালানো হচ্ছে।  
Blogger দ্বারা পরিচালিত.