করোনা ভাইরাসের জেরে চিনে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, সংক্রামিত ৬০০০ মানুষ!


Odd বাংলা ডেস্ক: মারণ করোনা ভাইরাসের কারণে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে চিন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত চিনে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে, যার ফলে মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হল ১৩২। পাশাপাশি আরও ৬০০০ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞরা সতর্কতা জারি করেছেন, আগামী এক সপ্তাহে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আরও বাড়বে। 

বুধবার চিনের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে প্রায় ৫,৯৭৪ জন করোনাভাইরাসের কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। তার মধ্যে হুবেই প্রদেশে ৩,৫৫৪ জন আক্রান্তের মধ্যে ১২৫ জন নিহত হয়েছেন বলে খবর। 

চিনের সরকারি সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত সংক্রমণে আক্রান্তদের মধ্যে ১২৩৯ জনের অবস্থা আশঙ্কাজনক। শুধু তাই নয়, চিনের মূল ভূখণ্ডে ৯২৩৯ জনের করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে বলে মনে করা হচ্ছে। এই বিরাট সংখ্যাই ইঙ্গিত দেয় যে কীভাবে আর কত দ্রুত এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ছে। প্রমাদ গুনছেন অসংখ্য মানুষ
Blogger দ্বারা পরিচালিত.