ঐশী ও দীপিকা, মুখোমুখি ২ নায়িকা, একজন রিলে আরেকজন রিয়ালে


Odd বাংলা ডেস্ক: জ্বলছে দেশ...পথে নামছে লক্ষ কোটি মানুষ...গর্জে উঠছে প্রসাশনের রক্তচক্ষুর সামনে...পুলিশের লাঠিকে অমান্য করছে হাসিমুখে ৷ রবিবার রাতে JNU ক্যাম্পাসে ঘটে যাওয়া হাড়হিম করা ঘটনার প্রতিবাদে ধিক্কার ধ্বনি উঠছে আসমুদ্র-হিমাচলে ৷

পড়ুয়াদের পাশে দাঁড়াতে এবার সোজা JNU-তে পৌঁছে গেলেন স্বয়ং দীপিকা পাড়ুকোন ৷ কোনও কথা নয়, কোনও বক্তব্য নয় ৷ নতমস্তকে ঠায় দাঁড়িয়ে রইলেন পড়ুয়াদের পাশে ৷ বুঝিয়ে দিলেন, লম্বা চওড়া ডায়লগ নয়, শুধুমাত্র পড়ুয়াদের উপর ঘটে চলা অন্যায়ের প্রতিবাদ করতেই তাঁদের পাশে দাঁড়াতে এসেছেন তিনি ৷ JNU-র সবরমতী টি-স্টলের সামনে পড়ুয়াদের জমায়েতে মিনিট দশেক ছিলেন তিনি ৷ এরপরেই দেখা করেন ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের সঙ্গে ৷

রবিবার রাতের হামলায় যিনি গুরুতর জখম হয়েছিলেন ৷ উন্মত্ত দুষ্কৃতীদের রডের আঘাতে মাথা ফেটে গিয়েছিল বাংলার এই দাপুটে কন্যার ৷ তবে হাল ছাড়েননি ৷ ২৪ ঘণ্টা পেরনোর আগেই ১৬টি সেলাই নিয়ে ফিরে এসেছিলেন প্রতিবাদ মঞ্চে ৷ JNU গিয়ে সেই ঐশীর সঙ্গে দেখা করতে ভুললেন না দীপিকা ৷ শুধু তাই নয়, দুই হাত জোড় করে বিনম্র নমস্কার জানান এই অগ্নিকন্যাকে ৷
Blogger দ্বারা পরিচালিত.