রাজধানীতে যুদ্ধের দামামা, ঘোষণা হল দিল্লির বিধানসভা নির্বাচনের দিনক্ষণ...
Odd বাংলা ডেস্ক: বহু অপেক্ষিত দিল্লি বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন। একক পর্বেই দিল্লিতে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। এদিন নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ পর্ব। আর ভোটের ফলাফল প্রকাশিত হবে আগামী ১১ ফেব্রুয়ারি।
সোমবার মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা নয়া দিল্লিতে সংবাদমাধ্যমের সামনে দিল্লির বিধানসভা নির্বাচনের তারিখগুলি ঘোষণা করেন। দিল্লির ৭০টি আসনে ৮ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, আগামী ২২ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে।
সুনীল অরোরা আরও জানিয়েছেন, আগামী ১৪ জানুয়ারি বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ জানুয়ারি। মুখ্য নির্বাচন কমিশনার আরও জানিয়েছেন, রাজধানীতে নির্বাচন অনুষ্ঠিত করতে প্রায় ৯০,০০০ নির্বাচন কর্মীর প্রয়োজন।
প্রসঙ্গত, ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৬৭টি আসনে জয়ী হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ৩টি আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। আর একটিও আসন জিততে পারেনি কংগ্রেস। তবে এবারের নির্বাচনে তিন দলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেকথা বলাই যায়।
প্রসঙ্গত, ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৬৭টি আসনে জয়ী হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ৩টি আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। আর একটিও আসন জিততে পারেনি কংগ্রেস। তবে এবারের নির্বাচনে তিন দলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেকথা বলাই যায়।
Post a Comment