গুরুদোয়ারাতে আটকে শিখরা, বাইরে থেকে ঢিল মারছে কয়েকশো পাকিস্তানি



Odd বাংলা ডেস্ক: আবার সংখ্যা লঘুদের ওপর অত্যাচার পাকিস্তানে। শুক্রবার সন্ধ্যায় আচমকা খবর আসে, পাকিস্তানে নানকানা সাহিব গুরুদোয়ারায় আটকে পড়েছেন কয়েকজন পুণ্যার্থী। বাইরে জড়ো হয়েছে কয়েকশ উত্তেজিত জনতা। তারা তীর্থযাত্রীদের উদ্দেশে পাথর ছুড়ছে। এই খবর আসা মাত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে আবেদন জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি ইমরান খানের কাছে আবেদন জানাচ্ছি, তিনি যেন গুরুদোয়ারা নানকানা সাহিবে আটকে পড়া পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেন।
Blogger দ্বারা পরিচালিত.